Posted Date
: 14 Jun 2021
Posted By
: Thana
সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার পুলিশ কর্তৃক দুই জন মাদক সেবন কারী কে গ্রেফতার করা হয়
১৪ জুন, ২০২১
মাননীয় পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশক্রমে ওসি চৌহালীর প্রত্যক্ষ তত্বাবধানে চৌহালী থানা পুলিশের এসআই/মোঃ ফারুক আহমেদ, এসআ্ই/মোঃ রেজাউল করিম, নেতৃত্বে চৌহালী যমুনা নদীর ঘাট এবং বড় ঘোরজান এলাকায় রাত্রী ১১.৩০ ঘটিকার সময় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মাদক সেবনকারী আসামী ১। মোঃইমন হাসান (৩৩) পিতা-মোঃ আবুল হোসেন, ২। মোঃ কামরুজ্জামান কাইয়ুম (৫২) পিতা মৃত নুর মোহাম্মদ, উভয় সাং-বনগ্রাম, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইলদ্বয়কে গাজা সেবন করা অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
সর্বশেষ সংবাদ