Posted Date
: 06 Jun 2021
Posted By
: Thana
ইং ০৫/০৬/২০২১ তারিখ শাহজাদপুর থানায় জুয়া মামলা আসামী ০৩ গ্রেফতার।
০৬ জুন, ২০২১
ইং ০৫/০৬/২০২১ তারিখ শাহজাদপুর থানার এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্স কর্তৃক ৭৫ নং বিট পোতাজিয়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ মুনসুর রহমান (২২), পিতা-মোঃ বরকত প্রাং স্থায়ী : গ্রাম- গঙ্গা প্রাসাদ (দক্ষিন পাড়া) , ২. মোঃ তারেকুল আলম (৩৬), পিতা- মোঃ তাজুল ইসলাম, স্থায়ী : গ্রাম- গঙ্গা প্রাসাদ (দক্ষিন পাড়া) , ৩. মোঃ রুমাইল হক (৩০), পিতা- মোঃ সুজ্জল ফকির, সাং-গঙ্গা প্রাসাদ (মধ্যপাড়া) সকলের থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জদের তাস ও জুয়া খেলা অবস্থায় আলামত জুয়া খেলার টাকা ও তাস উদ্ধার সহ গ্রেফতার করিয়া নিয়মিত মামলা মুলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সর্বশেষ সংবাদ