বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ডাকাত গ্রেফতার

২৯ সেপ্টেম্বর, ২০১৯

অদ্য ইং-২২/০৯/২০১৯তারিখ ভোর ০৫.১০ঘটিকার সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন কোনাবাড়ী ডিভাইডারের নিকট রাস্তা সংলগ্ন দক্ষিন পার্শ্বে ০৮/১০জন রোড ডাকাত অস্ত্র শস্ত্র সহ মহাসড়কে যানবাহনে ডাকাতি করার প্রস্তুতিকালে বিশ্বস্ত সংবাদের প্রেক্ষিতে উক্ত এলাকায় রাত্রী কালীন মোবাইল-৪ অফিসার এসআই/মোঃ জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উক্ত এলাকায় অভিযান চালাইয়া ডাকাত ১। মোঃ রোকনুজ্জামান@ রোকন (৪০), পিতা-মোঃ আবুল হোসেন, সাং-বাগবাড়ী, থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জকে দুইটি লোহার তৈরী ধারালো হাসুয়া ও একটি বিদেশী ষ্টীলের তৈরী ছোড়া উদ্ধার করেন। তাহার সাথে থাকা অন্যান্য অপরাধীরা পুলিশের উপস্থিতি টের পাইয়া দ্রুত পালাইয়া যায়। আটককৃত ডাকাত রোকন অত্র থানার তালিকা ভুক্ত অপরাধী বলিয়া জানা যায়। তাহার বিরুদ্ধে ০২টি অস্ত্র মামালা সহ মোট ০৪টি মামলা কোর্টে বিচারাধীন আছে। এ ব্যপারে অত্র থানার মামলা নং-০৫ তাং-২২/০৯/২০১৯ খ্রিঃ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, রুজু হইয়াছে। অন্যান্য পলাতক আসামী গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।







সর্বশেষ সংবাদ