শাহজাদপুর থানা এলাকা হইতে লুন্ঠিত ০৫ লক্ষ টাকা মূল্য মানের ১৬ মণ ঘি উদ্ধার
২৮ সেপ্টেম্বর, ২০১৯
ইং ২৬/০৯/১৯ তারিখে শাহজাদপুর থানা এলাকা হইতে লুন্ঠিত ০৫ লক্ষ টাকা মূল্য মানের ১৬ মণ ঘি উদ্ধারসহ ঘটনার সহিত প্রত্যেক্ষ ভাবে জড়িত ০৩ জন আসামী এবং জিআর ওয়ারেন্ট মূলে ০৩ বছরের সাজাপ্রাপ্ত ০১ জন আসামী গ্রেফতার।
মামলার বাদী ও ভিকটিম মোঃ দুলাল হোসেন (২৭) পিতা-মোঃ মান্নান, সাং-ডেমরা পূর্বপাড়া, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা এবং তাহার সঙ্গে ট্রাকের ড্রাইভার মোঃ আলামিন হোসেন (৩৫) পিতা-মোঃ মতিন প্রাং, সাং-বড় পাথাইলহাট, থানা-সাঁথিয়া, জেলা-পাবনাদ্বয় ইং ২৪/০৯/২০১৯ তারিখ রাত্রী অনুমান ১১.৫০ ঘটিকার সময় পাবনা জেলার ফরিদপুর থানাধীন ডেমরা তাহাদের মাহিন্দ্রা মিনি ট্রাক, যাহার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-ন-১৭-৬৭৭১ তে করিয়া ১৬টি নীল রংয়ের প্লাষ্টিকের কন্টেইনারে (ঢোপ) ০৫ লক্ষ টাকা মূল্য মানের ১৬ মণ ঘি লোড করিয়া ঢাকার উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে তাহারা শাহজাদপুর থানাধীন গঙ্গাপ্রসাদ সাকিনস্থ শহীদ পেট্রোল পাম্প হইতে অনুমান ৪০/৫০ গজ দূরে দক্ষিনে পাবনা টু ঢাকাগামী মহাসড়কে ইং ২৫/০৯/১৯ তারিখ রাত্রী অনুমান ০০.৩০ ঘটিকার সময় পৌঁছাইতেই আসামী ১। মোঃ হারুন অর রশিদ @ হারুন (৩৫) পিতা-মৃত রমজান সরদার, ২। মোঃ সুমন (৩৫) পিতা-মৃত ইসমাইল সরকার, উভয় সাং-নুকালী উত্তরপাড়া, ৩। মোঃ মুক্ত (৩২) পিতা-মৃত শাম প্রাং, সাং-গঙ্গাপ্রসাদ, ৪। মোঃ বুলবুল (২৮) পিতা-মোঃ আঃ রউফ, সাং-দ্বারিয়াপুর বাজারপাড়া, সর্ব থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জগন তাহাদের গাড়ী থামাইতে বাধ্য করিয়া অস্ত্রের ভয় দেখাইয়া উল্লেখিত ঘি, নগদ টাকা ও মোবাইল ফোন কাড়িয়া নিয়া তাহাদের প্রাণ কোম্পানীর অফিসে যাওয়ার রাস্তা দিয়া অনুমান ১০০ গজ পূর্ব দিকে নদীর ঘাটে নিয়া বাধিয়া রাখিয়া চলিয়া যায়। আসামীগন উক্ত স্থান চলিয়া গেলে কৌশলে তাহারা বাঁধন খুলিয়া তাহাদের খালি ট্রাক নিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করেন।
অফিসার ইনচার্জ জনাব মোঃ আতাউর রহমান স্যার বিষয়টি আমলে নিয়া পুলিশ সুপার সিরাজগঞ্জ মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল স্যারকে অবহিত করিয়া দস্যুতা আইনের মামলা রুজু করতঃ মামলার তদন্তভার দেন পুলিশ পরিদর্শক (অপাঃ এন্ড কমিঃ) জনাব মোঃ আসলাম হোসেন স্যারকে।
মামলা রুজুর প্রক্রিয়া শেষে পুলিশ সুপার সিরাজগঞ্জ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল স্যারের তত্ত্ববধানে অফিসার ইনচার্জ জনাব মোঃ আতাউর রহমানের স্যারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপাঃ এন্ড কমিঃ) জনাব মোঃ আসলাম হোসেন, এসআই মোঃ আফজাল হোসেন, এসআই মোঃ গোলজার হোসেন, এএসআই মোঃ জসিম উদ্দিনসহ শাহজাদপুর থানার অফিসার ও ফোর্সগন বিভিন্ন সময়ে অভিযান চালাইয়া ইং ২৬/০৯/১৯ তারিখ রাত্রীতে লুন্ঠিত ০৫ লক্ষ টাকা মূল্য মানের ১৬ মণ ঘি উদ্ধারসহ ঘটনার সহিত প্রত্যেক্ষ ভাবে জড়িত ০৩ জন আসামী গ্রেফতার করা হইলে আসামীগন তাহাদের দোষ স্বীকার করেন।
এছাড়া পৃথক অভিযানে জিআর পরোয়ানা নং-১৯৪/১০ মূলে ০৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ মমিন আলী (৪৫) পিতা-মোঃ রমজান আলী, সাং-বাচড়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উক্ত আসামী গ্রেফতারে এএসআই মোঃ জসিম উদ্দিন যথেষ্ঠ ভূমিকা পালন করেন।