সাপ্তাহিকব্যাপি বিশেষ অভিযানে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় ৪০০(চারশত) বোতল ফেন্সিডিল সহ ০৪জন মাদক ব্যবসায়ী আটক

২৫ সেপ্টেম্বর, ২০১৯

পুলিশ সুপার, সিরাজগঞ্জ জনাব টূটুল চক্রবর্তী বিপিএম মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নের্তৃত্ত্বে অদ্য ইং-২৫/০৯/২০১৯ খ্রিঃ তারিখ বেলা ১১.৪৫ ঘটিকার সময় অত্র জেলায় সাপ্তাহিকব্যাপি বিশেষ অভিযান চলাকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ থানার সমানে গোলচত্ত্বর হইতে ১০০গজ পূর্ব দিকে মহাসড়কের ঢাকাগামী বাসের লেনে, দিনাজপুর হইতে আগত একটি পিকআপ(জ্যাক গাড়ী) যাহার রেজিঃ নং-নরসিংদী-ন-১১-০১৪০ যোগে আসামী ১। গাড়ী চালক মোঃ নয়ন (২০) ,২। হেলপার মোঃ মনির(২২), ৩। আতাউর রহমান (২৮), ৪। নুর ইসলাম (২৮) দেরকে গাড়ীর পিছনে থাকা চটের বস্তার  মধ্য হইতে ৪০০(চারশত) বোতল ভারতীয় ফেন্সিডিল  সহ ঢাকা যাওয়ার পথে তল্লাশী করিয়া আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে  মামলা প্রক্রিয়াধীন।







সর্বশেষ সংবাদ