করোনা ভাইরাস সংক্রান্ত শাহজাদপুর থানার তথ্যঃ-
১৪ এপ্রিল, ২০২০
ইং ১১-০৪-২০ তারিখে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙারু গ্রামের মৃত রওশন সরকারের পুত্র আব্দুর রহিম (৫৫) নারায়নগঞ্জে রিকশা চালানো অবস্থায় অচেতন হয়ে পড়ে। পরে স্বজনরা তাকে ভিক্টোরিয়া হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এরপর উক্ত রিকশা চালকের মৃতদেহ শাহজাদপুরে গ্রামের বাড়িতে নিয়ে এলে এলাকাবাসীর বাধার মুখে মৃত দেহটি এলাকাবাসী ও স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । হাসপাতাল সূত্রে জানায়, নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল কর্তৃপক্ষ প্রদত্ত মৃত্যু সনদে করোনা সংক্রমন সম্পর্কিত কোন তথ্য নেই। যেহেতু নারায়ণগঞ্জ থেকে তারা এসেছে তাই মৃতদেহ, তার তিন স্বজন ও বহনকারী এ্যাম্বুলেন্সের চালকের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বজনদের দাবি রিকশা চালক আব্দুর রহিমের স্বাভাবিক মৃত্যু হয়েছে তার দেহে করোনা ভাইরাসের কোন উপসর্গ ছিলনা। এরপর শাহজাদপুর থানা পুলিশের সহযোগীতায় শাহজাদপুর উপজেলা প্রশাসন গঠিত লাশ সৎকার কমিটির মাধ্যমে মৃতদেহটি ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হয়েছে। শাহজাদপুর থানা পুলিমের নিয়মিত মনিটরিং এর মাধ্যমে এ্যাম্বুলেন্স চালক সহ ৪ জনকে বৃ-আঙারু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারই স্থির চিত্র.....