Posted Date
: 13 Apr 2020
Posted By
: Thana
সরকারী চাউল উদ্ধার
১৩ এপ্রিল, ২০২০
অফিসার ইনচার্জ, সলংগা থানা এর দিকনিদের্শনায় এসআই(নিঃ)/আবুল কালাম আজাদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১৭ (সতের) বস্তা ফেয়ার প্রাইজের চাউল উদ্ধার সহ ০১ জন আসামীকে হাতেনাতে ধৃত করে সলংগা থানা টিম। উক্ত ঘটনার সহিত জড়িত আসামীদের বিরুদ্ধে সলংগা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
সর্বশেষ সংবাদ