রায়গঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার এবং W/A তামিল করা কালে ১৭(সতের) জন্য আসামীকে গ্রেফতার করা হয়।
২৭ ফেব্রুয়ারী, ২০২০
রায়গঞ্জ থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম সাহেব এর নির্দেশক্রমে থানা এলাকায়, W/A তামিল, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ২০০০ সালের নারী ও শিশু নিযাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৯(১)/৩০ এর আসামী মোঃ আতিকুর ইসলাম (১৮), মৃত খলিরুর রহামন, সাং-ঝাউল মধ্যেপাড়া থানা-খামারখন্দ, ও অবৈধ মাদক দ্রব্য আইনের দুইজন আসামী ১। মোঃ ফিরোজ মাহমুদ(২৮), পিতা-মোঃ আনোয়ার খান, সাং-চান্দাইকোনা (সোস্যাল ইসলামী বাংকের সামনে), থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ, ২। মোঃ রাশেদুজ্জামান রাসেল(৩৮), পিতা-মৃত রফিকুল ইসলাম, সাং-ভাদড়া, থানা-শেরপুর, জেলা-বগুড়াদ্বয়ের নিজ হেফাজত হইতে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ জুয়া আইনের ১৪(চৌদ্দ) জন আসামীসহ সর্ব মোট ১৭(সতের) জন আসামীদেরকেে ইং ২৫/০২/২০২০ তারিখ গ্রেফতার পূর্বক অদ্য ইং ২৬/০২/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।