Posted Date
: 20 Feb 2020
Posted By
: Thana
রায়গঞ্জে বিশেষ অভিযানে তিন আসামী গ্রেফতার
২০ ফেব্রুয়ারী, ২০২০
রায়গঞ্জ থানা পুলিশ কর্তৃক থানা এলাকায়, বিশেষ অভিযান, W/A তামিল, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে জি.আর মামলা নং-১০৫/১৯(রায়) এর আসামী- ১।মোঃ শফিকুল ইসলাম ওরফে শফি (৩৭), পিতা- মোঃ অবুল কালাম আজাদ ২। মোঃ কাউছার ওরফে দুহা শেখ (৩৮), ৩। মোঃ আদম শেখ (৩২), উভয় পিতা- মোঃ আব্দুল আজিজ সর্ব সাং -বারইভাগ, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জদের ইং ১৯/০২/২০২০ তারিখ গ্রেফতার পূর্বক ইং ২০/০২/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ সংবাদ