Posted Date
: 16 Feb 2020
Posted By
: Thana
বিশেষ অভিযান পরিচালনাকালে গ্রেফতারী পরোনায়া ভুক্ত ০৩(তিন) জন আসামী গ্রেফতার
১৬ ফেব্রুয়ারী, ২০২০
রায়গঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান, W/A তামিল, মাদকদ্রব্য উদ্ধার পরিচালনাকালে ইং ১৫/০২/২০২০ তারিখ ৪১১ সি/১৬,(শেরপুর) এর আসামী- মোঃ আনোয়ার হেসেন (৪৮), পিতা-মোঃ নেজাব উদ্দিন, সাং-রান্ডিলা প্রসাদ এবং নাঃ শিঃ নিঃ দমন আইন এর আসামী মোঃ মজিবর রহমান(৩২), পিতা-মোঃ আঃ হামিদ ও আসামী মোছাঃ রেখা খাতুন(২৯) স্বামী-মোঃ মজিবর রহমান, উভয় সাং-পুল্লা, সর্ব থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জদেরকে গ্রেফতার পূর্বক ইং ১৬/০২/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ সংবাদ