Posted Date
: 13 Feb 2020
Posted By
: District
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় ১৫০ গ্রাম হেরোইনসহ ০১(এক) জন আসামী গ্রেফতার।
১৩ ফেব্রুয়ারী, ২০২০
গতকাল ১২\০২\২০২০ খ্রিঃ তারিখ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় পুলিশ সুপার সিরাজগঞ্জ জনাব হাসিবুল আলম, বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে মহাসড়ক এলাকায় একটি মিনি পিকআপ ঢাকা মেট্রো-ন-১৫-৯৬৮৬ চেক করে ১৫০ গ্রাম হিরোইন (যার আনুমানিক বাজার মূল্য ৭,৫০,০০০\=টাকা) সহ চালক সোহেল রানা(২২) পিতা-মৃত আলাউদ্দিন, সাং-তাতারপুর স্কুলপাড়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহী-কে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
সর্বশেষ সংবাদ