রায়গঞ্জ থানাধীন নিশ্চিন্তপুর গ্রামে মারামারি ঘটনায় একজন নিহত
০৫ ফেব্রুয়ারী, ২০২০
অত্র রায়গঞ্জ থানাধীন নিশ্চিন্ত পুর গ্রামে জমিজমাকে কেন্দ্র করিয়া মারামারির ফলে একজন নিহত ও ০৮(আট) জন গুরুত্বর আহত হয়। এই সংক্রান্তে রায়গঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। উক্ত মামলা সংক্রান্তে নিম্নে বর্ণিত ১১ (এগার) জন এজাহার নামীয় আসামী গ্রেফতার করিয়া ইং ০৫/০২/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। আসামী- ১। মোঃ শাহ-আলম ওরফে শাহিন(৩৭), পিতা-মোঃ তোফাজ্জল হোসেন, মাতা-মোছাঃ সাহেরা বানু, ২। মোঃ তোফাজ্জল হোসেন(৬৫), পিতা-মৃত মখছেদ আলী শেখ, মাতা-মৃত লতিফুন নেছা, ৩। মোঃ মিজানুর রহমান(১৯), পিতা-মোঃ বেলাল হোসেন, মাতা-মোছাঃ হোসনে আরা বেগম, ৪। মোঃ ইয়ামিন শেখ(২৪), পিতা-মোঃ আনোয়ার হোসেন, মাতা-মোছাঃ ইয়ারুন নেছা, ৫। মোঃ মনিরুল ইসলাম(২৮), পিতা-মৃত আজিজুল শেখ, সর্ব সাং- নিশ্চিন্ত পুর, ৬। মোঃ লিটন শেখ(৩২), পিতা-মোঃ জয়নাল আবেদীন, মাতা-মোছাঃ হালিমা খাতুন, সাং-মিত্র তেঘুরী পশ্চিমপাড়া, ৭। মোছাঃ আমিনা বেগম(৫২), স্বামী-মোঃ ওসমান গনি, মাতা-মোছাঃ আনোয়ারা বেগম, ৮। মোছাঃ জুলেখা বেগম(২৫), স্বামী-মোঃ মফিজুল ইসলাম, মাতা-মোছাঃ আমিনা বেগম, ৯। মোছাঃ চায়না বেগম(৫৩), স্বামী-মোঃ সাবান আলী, মাতা-মৃত রমিছা খাতুন, সর্ব সাং-নিশ্চিন্ত পুর, ১০। মোছাঃ আল্পনা বেগম(১৯), স্বামী-মোহাম্মদ আলী, মাতা-মোছাঃ ইয়ারন বেগম, সাং-ব্রাহ্মন বাড়িয়া চরপাড়া, ১১। মোছাঃ জেসমিন (৩০), স্বামী-রেজাউল করিম, মাতা-মোছাঃ ইয়ারন বেগম, সাং-নলছিয়া দড়িপাড়া, সর্ব থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ।