Posted Date
: 20 Jan 2020
Posted By
: Thana
"বিশেষ অভিযান চলাকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মিনি পিকআপের চালক সহ ৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার""
২০ জানুয়ারী, ২০২০
পুলিশ সুপার সিরাজগঞ্জ জনাব হাসিবুল আলম বিপিএম মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা সৈয়দ সহিদ আলম বিপিএম এর নেতৃত্বে অদ্য ইং-২০/০১/২০২০খ্রিঃ তারিখ সকাল ০৭.৩৫ ঘটিকার সময় বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ, থানার সামনে গোলচত্তরের পার্শ্বে ঢাকাগামী বাস লেনে, তল্লাশীকালে পীরগঞ্জ রংপুর জেলা হইতে আগত ঢাকাগামী মিনি পিকআপ যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৭-৯৯৪৩ তল্লাশীকালে উক্ত পিকআপের ড্রাইভিং সিটের পিছনে একটি কালো রংয়ের বড় স্কুল ব্যগে থাকা ৮৪(চুরাশি) বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং মিনি পিকআপের চালক আসামী মোঃ জাহিদুল ইসলাম(২৪), পিতা-আব্দুস সামাদ, সাং-ভাবুনচুড়া, থানা-পীরগঞ্জ,জেলা-রংপুর কে আটক করা হয়। এই ব্যপারে মামলা প্রক্রিয়াধীন।
সর্বশেষ সংবাদ