Posted Date
: 19 Jan 2020
Posted By
: Thana
রায়গঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গাঁজাসহ দু্ইজন আসামী এবং গ্রেফতারী পরোয়ানা ভুক্ত দুই জন আসামী মোট ০৪(চার) জন আসামী গ্রেফতার
১৯ জানুয়ারী, ২০২০
রায়গঞ্জ থানা পুলিশ কর্তৃক ইং ১৮/০১/২০২০ তারিখ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে একটি মাদক মামলার ০২(দুই) জন আসামী-১। মোঃ জহুরুল ইসলাম(৩৩), পিতা-মোঃ মোকতেন ওরফে মোতালেব, সাং-দিয়ার ধানগড়া সরদার পাড়া, ২। মোঃ মহব্বত শেখ(২৪), পিতা-মৃত জেল হোসেন শেখ, সাং-বাগবাটি হাটখোলা উভয় থানা ও জেলা-সিরাজগঞ্জ এবং সি.আর মামলা নং-১০৯/১০ এর আসামী-মোছাঃ ফরিদা বেগম(৩৫), স্বামী-মোঃ এনছাব আলী, সাং-নওদা শালুয়া, ও নারী শিশু মামলা নং-৬৮৪/০৮ এর আসামী-মোঃ আলী উদ্দিন, পিতা-আঃ রহমান, সাং-শ্রী রামপুর, উভয় থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জদের আটক করতঃ বিজ্ঞ আদালতে সোপ©দ্দ করা হয়েছে।
সর্বশেষ সংবাদ