Posted Date
: 04 Jan 2020
Posted By
: Thana
কামারখন্দে ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামী গ্রেপ্তার
০৪ জানুয়ারী, ২০২০
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাবিবুল ইসলামের দিক নির্দেশনায় ওয়ারেন্ট অফিসার এসআই ইয়ামিন সরকারের নেতৃত্বে এএসআই সুশান্ত কুমার মন্ডল সুকৌশলে বিশেষ অভিযান চালিয়ে আশুলিয়া এলাকা থেকে সাজা ওয়ারেন্টসহ অন্য আরেকটি ওয়ারেন্টের আসামী মোঃ আল আমিন (৩১), পিতা-মোঃ আব্দুল মান্নান, সাং-বালুকোল, থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। তাকে গ্রেপ্তারের জন্য ওয়ারেন্টগেুলো ছিল জিআর সাজা ৬৬০/১৫ (সিরাজগঞ্জ সদর), এবং জিআর ৩৭২/১৯ (কামার)।
সর্বশেষ সংবাদ