ঢাকাগামী বাস ‍"হানিফ এন্টারপ্রাইজ এসি বাস" এর যাত্রীর নিকট হইতে ফেন্সিডিল উদ্ধার

০৩ সেপ্টেম্বর, ২০১৯

পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ বঙ্গবন্ধু সেতু পম্চিম থানার তত্ত্বাবধানে  অদ্য ০৩/০৯/২০১৯ খ্রিঃ তারিখ  ১৩.১৫ ঘটিকার সময় বঙ্গবন্ধু সেতু পম্চিম থানা পুলিশ থানার সমানে গোলচত্তর হইতে ১০০গজ পূর্ব দিকে মহাসড়কের ঢাকাগামী লেনে, ঢাকাগামী বাস ‍"হানিফ এন্টারপ্রাইজ এসি বাস" এর যাত্রী ১। মোঃ নাজিম(৪০),পিতা-মোঃ নাসির উদ্দিন, সাং-বেনিপুর, থানা-বিরমপুর, জেলা-দিনাজপুর, ২। মোঃ শাহিনুর ইসলাম@ রানা(৩২),পিতা-মৃত মোসলেম উদ্দিন, সাং-দরগাপড়া, থানা-পাঁচবিবি,জেলা-জয়পুরহাট দের নিকট থাকা একটি কালো রংয়ের ব্যাগ হইতে ৬২(বাষট্টি) বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়ধীন।







সর্বশেষ সংবাদ