শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত প্রতিমা ভাংচুরের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী গ্রেফতার এবং বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান ।

০৮ অক্টোবর, ২০২৪

প্রেস রিলিজ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত প্রতিমা ভাংচুরের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী গ্রেফতার এবং বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান । সুজানগর থানা এলাকায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত প্রতিমা ভাংচুর করে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে রুজুকৃত মামলায় তদন্তেপ্রাপ্ত প্রধান আসামী মো: বাচ্চু আলমগীর @ আগুন বাচ্চু (৩৪) কে সুজানগর থানা পুলিশের একটি চৌকস দল রাজবাড়ী জেলা থেকে গ্রেফতার করে। গত ২৯/০৯/২০২৪ এ দিবাগত রাত্রিতে সময় অনুমান ০২ ঘটিকা সুজানগর থানাধীন ঋষিপাড়া শিব ও দূর্গা মন্দিরে তিনটি মূর্তির মাথা ভেংগে ফেলে। পরবর্তীতে ০১/১০/২৪ইং দিবাগত রাতে অনুমান-৩.৩০ঘটিকায় একইভাবে সুজানগর পৌরসভাস্থ ৭ নং ওয়ার্ডের "পালপাড়া পুরাতন বারোয়ারী মন্দির" এর দুর্গাপূজা উপলক্ষে নির্মিত ০৫(পাঁচ)টি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। ০১/১০/২৪ইং এর ঘটনায় উক্ত ঘটনাকে উল্লেখ করে উক্ত মন্দিরের সভাপতি বিজন কুমার পাল (৩০) সুজানগর থানায় একটি এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের ভিত্তিতে সুজানগর থানায় ০২/১০/২৪ তারিখে মামলা নং ০৩(১০)২৪ পেনাল কোডের ২৯৫ (এ) (ধর্মীয় অনুভূতিতে আঘাত) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। সুজানগর থানা পুলিশ তদন্ত শুরু করলে তদন্তে মোঃ বাচ্চু আলমগীর @ আগুন বাচ্চু (৩৪), পিতা: মোঃ লোকমান প্রাং, সাং : মসজিদ পাড়া, থানাঃ সুজানগর এর সম্ভাব্য তথ্য পাওয়া যায়। তাকে গ্রেফতারের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। তারই প্রেক্ষিতে ০৬/১০/২০২৪ তারিখ ভোর ৫.০০ ঘটিকায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা এলাকা, থেকে সুজানগর থানা-পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, হিন্দু সম্প্রদায়ের ধমচর্চা এবং পুজা উদযাপনকে কেন্দ্র করে পূর্ব থেকেই পূজা চলাকালীন বিভিন্ন প্রতিমা বানিয়ে পূজা করার প্রতি তার ব্যক্তিগত অপছন্দের কারনে আক্রোশ সূষ্টি হয়। এর প্রেক্ষিতে গত ০১/১০/২০২৪ তাং দিবাগত রাত্রী আনুমানিক ০৩.০০ ঘটিকায় প্রতিমা ভাংচুরের উদ্দেশ্যে বের হয়ে তার বাসার পার্শ্ববর্তী স্থানে অবস্থিত পালপাড়া পুরাতন বারোয়ারী মন্দিরের কাছাকাছি পৌঁছালে টহলরত পুলিশকে দেখে সে নিজেকে আড়ালে লুকিয়ে নেয় । পরবর্তীতে টহল পুলিশ চলে গেলে মন্দিরে প্রবেশ করে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত ০৫ (পাঁচ) টি প্রতিমার মাথা ভেঙ্গে ফেলে এবং চুপিসারে বাসায় চলে যায়। সকালে মন্দির কমিটির মাধ্যমে সংবাদ প্রাপ্ত হয়ে পুলিশ ঘটনাস্থল পরিদk©‡b গিয়ে তদন্ত শুরু করলে পুলিশের তৎপরতার কারণে নাজিরগঞ্জ ফেরীঘাট হয়ে রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানা এলাকায় আত্মগোপন করে। সুজানগর থানা পুলিশের গভীর তদন্তের মাধ্যমে প্রতিমা ভাংচুরের ঘটনায় তার সংশ্লিষ্টতার সম্ভাবনা পাওয়া যাওয়ায় পাবনা জেলাসহ আশপাশের জেলাসমূহে গ্রেফতার অভিযান পরিচালনা করে । তদন্তকালে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে পুলিশ আসামীর অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতারের উদ্দেশ্যে সেখানে পৌছাঁলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে এবং পুলিশের হাতে ধৃত হবার পর নিজেকে বিভিন্ন পরিচয়ে উপস্থাপন করার ছলচাতুরীর আশ্রয় গ্রহণ করে। পরবর্তীতে উক্ত ঘটনায় সে নিজের দোষ স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে দুটো মন্ডপেই নিজে মূর্তি ভেঙেছে বলে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। গ্রেফতারকৃত আসামীর নামঃ ১। মো: বাচ্চু আলমগীর @ আগুন বাচ্চু (৩৪), পিতা: মো: লোকমান প্রাং, সাং : মসজিদ পাড়া, থানা :সুজানগর







সর্বশেষ সংবাদ