জেলা গোয়েন্দা শাখা, পাবনার পৃথক পৃথক অভিযানে ০১(এক) কেজি গাঁজা এবং ১৫০(একশত পঞ্চাশ) পিচ ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
০৮ অক্টোবর, ২০২৪
জেলা গোয়েন্দা শাখা, পাবনার পৃথক পৃথক অভিযানে ০১(এক) কেজি গাঁজা এবং ১৫০(একশত পঞ্চাশ) পিচ ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার জনাব কাজী শাহ্ নেওয়াজ, পিপিএম(সেবা) এর সার্বিক তত্বাবধানে এবং ওসি, ডিবি মোঃ হাসান বাসির এর নেতৃত্বে ইং ০৫/১০/২০২৪ তারিখ রাত্রী ২১.৩০ ঘটিকার সময় ডিবি পুলিশের এসআই(নিঃ)সেলিম রেজা সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন ভাঁড়ারা ইউপির মহাদেবপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১।মোঃ মোঃ মুরাদ শেখ (৩৫), পিতাঃ মৃতঃ চাঁদ আলী, সাং-মহাদেবপুর পূর্বপাড়া, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা কে মাদক দ্রব্য ০১(এক) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখা, পাবনার অপর একটি টিম এসআই(নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ একই তারিখ রাত্রী ২৩.৩০ ঘটিকার সময় পাবনা জেলার সদর থানাধীন মালঞ্চি ইউপির অন্তরগত সিংগা বাজার রেল গেইট শফিক এর সেলুনের দোকানের সামনে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১।মোঃ মোঃ কিরন হোসেন (৪৫), পিতাঃ মৃতঃ হাবিবুর রহমান সুর্য, সাং-সিংগা বাজার রেলগেট কারিগড় পাড়া, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা কে মাদক দ্রব্য ১৫০(একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবেলট সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় পৃথক পৃথক ভাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।