মহামান্য রাষ্ট্রপতি কতৃক ভিভিআইপি ডিউটিরত পুলিশ সদস্যদের পুরুস্কার প্রদান

২৫ মে, ২০২৩

মহামান্য রাষ্ট্রপতি গত ১৫ মে হতে ১৮ মে' ২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত পাবনা জেলা সফর করেন। তাঁর সফর সূচীর ২য় দিন গত ১৬/০৫/২০২৩ খ্রিঃ বিকাল ১৫.০০ ঘটিকায় পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল । উক্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আকস্মিক প্রাকৃতিক দূর্যোগের কারণে প্রচন্ড ঝড়-বৃষ্টি শুরু হয় এবং অনুষ্ঠানস্থলের প্যান্ডেল ও তোরন ভেঙ্গে পড়ার উপক্রম হয়। ফলে মহামান্য রাষ্ট্রপতির জরুরী মুভমেন্ট শুরু হয়। পাবনা সার্কিট হাউজ অভিমুখে মহামান্য রাষ্ট্রপতির মোটরকেড গমন করার সময় প্রচন্ড ঝড়-বৃষ্টির মধ্যে নিম্নবর্ণিত অফিসার ও ফোর্স'গণ রেইনকোট পরিহিত অবস্থায় যথাযথ ডিউটি পালন ও ভেঙ্গে যাওয়া তোরন নিজেদের কাঁধে ধরে রেখে মহামান্য রাষ্ট্রপতির গমন সচল রাখেন। মহামান্য রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ এবং জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ তাদের উক্তরুপ দায়িত্ব পালনের জন্য ভূয়সী প্রশংসা করেন। উত্তম কাজের জন্য পুলিশ সুপার, পাবনা মহোদয় তাদের পুরস্কৃত করেন। পুরস্কার প্রাপ্তরা হলেনঃ ০১) টিআই (প্রশাসন) আব্দুল বারী, সদর ট্রাফিক, পাবনা। ০২) টিআই আব্দুল আলিম, সদর ট্রাফিক, পাবনা। ০৩) এসআই(নিরস্ত্র) মোঃ মোখলেছুর রহমান, নাটোর জেলা। ০৪) কনস্টেবল অপূর্ব পান্ডে, নাটোর জেলা। ০৫) এএসআই(সশস্ত্র) মোঃ আব্দুল আলিম, ৪এপিবিন, বগুড়া। ০৬) নায়েক মোঃ সাইদুর, ৪ এপিবিন, বগুড়া। ০৭) কনস্টেবল প্রনব চন্দ্র, ৪ এপিবিএন, বগুড়া। ০৮) কনস্টেবল মোঃ আব্দুস সালাম, ৪ এপিবিএন, বগুড়া। ০৯) কনস্টেবল মোঃ আমিন, ৪ এপিবিএন, বগুড়া।







সর্বশেষ সংবাদ