জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী ০৬(ছয়) কেজি মাদক দ্রব্য গাঁজা এবং একটি থ্রী নট থ্রী (মডিফাইড)রাইফেল সহ গ্রেফতার।
২৫ এপ্রিল, ২০২৩
প্রেস রিলিজঃ জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী ০৬(ছয়) কেজি মাদক দ্রব্য গাঁজা এবং একটি থ্রী নট থ্রী (মডিফাইড)রাইফেল সহ গ্রেফতার। মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাসুদ আলম এর তত্ত্বাবধায়নে ওসি, ডিবি জনাব মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে গত ইং ১৬/০৪/২০২৩ তারিখ রাত্রী ২৩.৫৫ ঘটিকার সময় ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র)মোঃ জাহাঙ্গীর আলম,এসআই(নিরস্ত্র)মোঃ মনারুল ইসলাম, এএসআই(নিরস্ত্র)মোঃ আমিনুর রহমান, এএসআই(নিরস্ত্র) মোঃ শামীম সরকার, এএসআই(নিরস্ত্র)মোঃ ইকবাল কবির সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার আমিনপুর থানাধীন আহম্মদপুর ইউপির আলাদীপুর গ্রামস্থ কেন্দ্রিয় গোরস্থানের সামনে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ রবিউল ইসলাম (২৪), পিতাঃ মোঃ রাজেম প্রাং, সাং-বিরাহিমপুর দক্ষিনপাড়া, থানাঃ আমিনপুর, জেলাঃ পাবনা, মাদক ব্যবসায়ী ২। মোঃ হৃদয় শেখ (২২), পিতাঃ মোঃ ইউনুস আলী শেখ, সাং-সোনাতলা (পূর্বপাড়া) থানাঃ আমিনপুর, জেলাঃ পাবনাদ্বয়কে মাদক দ্রব্য ০৬(ছয়) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামী মোঃ রবিউল ইসলাম এর জব্দকৃত মোবাইল ফোন চেক করে উক্ত ফোনে একটি আগ্নেয়াস্ত্র এর ছবি পাওয়া যায়। পরবর্তীতে ধৃত আসামীদের উক্ত ছবির আগ্নেয়াস্ত্র সংক্রান্তে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায় যে, আসামী মোঃ হৃদয় শেখ, পিতাঃ মোঃ ইউনুস আলী শেখ এর নিকট একটি আগ্নেয়াস্ত্র রাইফেল আছে। উক্ত আগ্নেয়াস্ত্রটি তারা উভয়ই ব্যবহার করে থাকে এবং আগ্নেয়াস্ত্রটি আসামী মোঃ হৃদয় শেখ সে তার বসত বাড়ীর পিছনে ঝোপের ভিতর মাটির নিচে লুকিয়ে রেখেছে। পরবর্তীতে উক্ত আভিযানিক দল পাবনা জেলার আমিনপুর থানাধীন আহম্মদপুর ইউপির সোনাতলা পূর্বপাড়া সাকিনস্থ ধৃত আসামী মোঃ হৃদয় শেখ, পিতাঃ মোঃ ইউনুস আলী শেখ এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করিয়া তার বসত বাড়ীর রান্না ঘরের পিছনে ঝোপের ভিতর মাটির নিচ হইতে পলিথিন কাগজ দ্বারা মোড়ানো অবস্থায় একটি থ্রী নট থ্রী (মডিফাইড) রাইফেল ইং ১৭/০৪/২০২৩ তারিখ রাত্রী ০১.২০ ঘটিকার সময় উদ্ধার করে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আমিনপুর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(ক) ধারায় মামলা সহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পৃথক অস্ত্র মামলা রজু করা হয়েছে। ধৃত আসামীদের নাম ঠিকানাঃ আসামী ১। মোঃ রবিউল ইসলাম (২৪), পিতাঃ মোঃ রাজেম প্রাং, সাং-বিরাহিমপুর দক্ষিনপাড়া, থানাঃ আমিনপুর, জেলাঃ পাবনা, আসামী২। মোঃ হৃদয় শেখ (২২), পিতাঃ মোঃ ইউনুস আলী শেখ, সাং-সোনাতলা (পূর্বপাড়া) থানাঃ আমিনপুর, জেলাঃ পাবনা উদ্ধারকৃত মালামালের বর্ণনাঃ ১। একটি থ্রী নট থ্রী (মডিফাইড) রাইফেল। ২। ০৬(ছয়) কেজি মাদক দ্রব্য গাঁজা। ৩। আসামীদের ব্যবহৃত একটি মোবাইল ফোন।