৭০০ টি পাতিহাস একটি পিকআপ গাড়ির ড্রাইভারসহ ০৪ (চার) জন গ্রেফতার এবং উক্ত ঘটনায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন

১৩ এপ্রিল, ২০২৩

আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ সুপার জনাব, মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নিদের্শক্রমে অফিসার ইনচার্জ জনাব, মোঃ আব্দুল হান্নান সুজানগর থানা, পাবনা রাত্রীকালীন তদারকি ডিউটিরত থাকা অবস্থায় ইং ০৭/০৪/২০২৩ তারিখ রাত্রী অনুমান ০১.৪৫ ঘটিকার সময় চিনাখড়া বাজারে অবস্থানকালে মোবাইল ফোনের মাধ্যমে তথ্য পান যে, সুজানগর থানাধীন খয়রান ব্রীজের নিচে হাঁসের খামারী মোঃ সেলিম প্রামানিক (৪৩) ও তার ছোট ভাই মোঃ বাবু আনিছ (১২) উভয় পিতা-মোঃ শহিদ প্রামানিক, সাং ভায়না, থানা- সুজানগর, জেলা- পাবনাদ্বয়কে রশি দিয়ে বেঁধে জোর পূর্বক ৪/৫ জন অজ্ঞাতনামা দস্যূরা ৭০০টি পাতিহাস একটি পিআপ গাড়ীতে তুলে নিয়ে কাশিনাথপুরের দিকে যাচ্ছে। অফিসার ইনচার্জ, সুজানগর থানা উক্ত সংবাদটি পুলিশ সুপার, পাবনা মহোদয়কে তাৎক্ষণিকভাবে অবগত করলে পুলিশ সুপার মহোদয় পুলিশ কন্ট্রোল পাবনার মাধ্যমে জেলার সকল রাত্রীকালীন ডিউটি পাটিকে অবগত করেন এবং অফিসার ইনচার্জ সুজানগর থানা নিজে সঙ্গীয় অফিসার ফোর্সসহ হাঁস ভর্তি পিকআপ গাড়ীটি আটকের উদ্দেশ্যে কাশিনাথপুরের দিকে দ্রুত রওনা করেন এবং আমিনপুর থানার অফিসার ইনচার্জ এবং ডিবি টিমকে কাশিনাপুর মোড়ে চেকপোষ্ট বসানোর জন্য বলেন। উক্ত সংবাদের ভিত্তিতে একটি পাতিহাঁস ভর্তি পিকআপ গাড়ী রাত্রী ০২.১০ ঘটিকার সময় আমিনপুর থানার অফিসার ইনচার্জ এবং ভিবি টিম সিগন্যাল দিয়ে কাশিনাথপুর মোড়ে দাড় করান। পরক্ষনেই অফিসার ইনচার্জ সুজানগর থানা কাশিনাথপুর মোড়ে পৌঁছে পিকআপ গাড়ির ড্রাইভারসহ ০৪ (চার) জনকে জিজ্ঞাসাবাদ করিলে দস্যূতা করে উক্ত হাঁস গুলো নিয়ে যাওয়ার কথা স্বীকার করে। উপস্থিত নাইটগার্ড এবং পথচারীদের সামনে অপরাধীদের জিজ্ঞাসাবাদে তাদের নিম্নে লিখিত নাম ঠিকানা প্রদান করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ- আসামী ১। মোঃ লিমন @ রিমন শেখ (২৬) পিতা-মোঃ আবু সাঈদ শেখ সাং কড্ডা (কোনাগাতী), থানা- সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ, ২। মোঃ আব্দুল বাছেদ (৩৩) পিতা-মৃত ইউসুব আলী, সাং আন্ধারীঝাড়, থানা- ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম, ৩। মোঃ ইব্রাহিম আলী প্রাং (২৫) পিতা-মোঃ সেরাত আলী ৪। মোঃ সোনা উল্লাহ (২৬) পিতা-মোঃ ইউসুব আলী, উভয় সাং ভাদাস, থানা-তাড়াশ, উভয় জেলা-সিরাজগঞ্জ। উদ্ধারকৃত মালামালের বিবরণঃ- ১। পাতিহাঁস = ৭০০টি মূলা অনুমান ৩,৫০,০০০/- টাকা। ২। একটি হুলুদ রংয়ের পিকআপ গাড়ী, যাহার রেজিঃ নং ঢাকা-মেট্রো-গ ১৯-৪৩৫০। উক্ত ঘটনায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।







সর্বশেষ সংবাদ