পাবনার পৃথক পৃথক অভিযানে ০৪(চার)জন মাদক ব্যবসায়ীকে ৮৫০(আটশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার এবং একজন প্রতারক হাতিয়ে নেওয়া নগদ ১০৭০০/-টাকা সহ আটক
২৮ মার্চ, ২০২৩
জেলা গোয়েন্দা শাখা, পাবনার পৃথক পৃথক অভিযানে ০৪(চার)জন মাদক ব্যবসায়ীকে ৮৫০(আটশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার এবং একজন প্রতারক হাতিয়ে নেওয়া নগদ ১০৭০০/-টাকা সহ আটক। মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে গত ইং ২৪/০৩/২০২৩ তারিখ রাত্রীতে ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম, এসআই(নিরস্ত্র) মোঃ মনারুল ইসলাম, এএসআই(নিরস্ত্র) মোঃ শামীম সরকার, এএসআই(নিরস্ত্র) মোঃ ইকবাল কবির সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন কালিকাপুর গ্রামস্থ কালিকাপুর মাদ্রসা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ হাসান আলী প্রাং (৩০), পিতাঃ মৃতঃ হিদামউদ্দিন প্রাং, সাং-দিকসাইল দেওয়ান(পুকুরপাড়া),থানাঃ ইশ্বরদী, জেলাঃ পাবনা, এবং মহিলা মাদক ব্যবসায়ী ২। মোছাঃ রেজিনা বেগম (২৫), স্বামীঃ মোঃ জিল্লুর রহমান, সাং-আজিমপুর(কালিকাপুর বাজার), থানাঃ ঈশ্বরদী, জেলাঃ পাবনাদ্বয়কে মাদক দ্রব্য ২৫০(দুইশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। একই তারিখ রাত্রীতে পাবনা জেলার সদর থানাধীন চানমারী গ্রামস্থ সরেজমিন কৃষি গভেষনার সামনে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ জাহিদ হাসান (৩৫), পিতাঃ মোঃ সাহাবুদ্দিন, সাং-চৌকিবাড়ী, থানাঃ আটঘরিয়া, জেলাঃ পাবনা এবং মাদক ব্যবসায়ী ২। মোঃ রনি হোসেন (৩২), পিতাঃ মোঃ ইসাহাক আলী, সাং-গজমতিকুন্ডা, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাদ্বয়কে মাদক দ্রব্য ৬০০(ছয়শত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামী মোঃ হাসান আলী এবং ধৃত আসামী মোছাঃ রোজিনা খাতুন দ্বয়ের বিরুদ্ধে ঈশ্বরদী থানার মামলা নং ৫৬ তারিখ ২৫/০৩/২০২৩ইং ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণি ১০(ক)/৪১ ধারায় এবং ধৃত আসামী মোঃ জাহিদ হাসান ও ধৃত আসামী মোঃ রনি হোসেন দ্বয়ের বিরুদ্ধে পাবনা সদর থানার মামলা নং-৫২ তারিখ ২৫/০৩/২০২৩ইং ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণি ১০(ক)/৪১ ধারায় মাদক মামলার রজু করা হয়েছে। এছাড়াও ডিবি পাবনার অপর একটি টিম এসআই(নিঃ) মোঃ মনারুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সাঁথিয়া থানার মামলা নং ২৪ তারিখ ২৪/০৩/২০২৩ইং ধারা ৪০৬/৪২০ পেনাল কোড ১৮৬০ এর এজাহার নামীয় আসামী মোঃ রবিউল ইসলাম (৪৬), পিতাঃ মৃত ফজলার রহমান, সাং-শিবরামপুর, বর্তমান সাং-কালাচাদপাড়া, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাকে গ্রেফতার করতঃ তার নিকট হতে প্রতারনার মাধ্যমে বাদীর নিকট হতে হাতিয়ে নেওয়া ১০৭০০/-(দশ হাজার সাতশত) টাকা উদ্ধার করা হয়।