জেলা গোয়েন্দা শাখা, পাবনার পৃথক পৃথক অভিযানে ২০(বিশ) গ্রাম হেরোইন এবং ১৫০(একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
২৬ জানুয়ারী, ২০২৩
জেলা গোয়েন্দা শাখা, পাবনার পৃথক পৃথক অভিযানে ২০(বিশ) গ্রাম হেরোইন এবং ১৫০(একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে ওসি ডিবি, মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে গত ইং ২৪/০১/২০২৩ তারিখ ডিবি পুলিশের এসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম এসআই(নিঃ)সাগর কুমার সাহ, এএসআই(নিরস্ত্র)মোঃ আমিনুর রহমান, এএসআই মোঃ ইকবাল কবির সহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পৃথক পৃথক ২টি অভিযানে পাবনা জেলার সাঁথিয়া ও আমিনপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ আব্দুল আলিম (৪০), পিতা-মোঃ আফসার আলী ওরফে আফু, সাং-রাজাপুর, থানা-সাঁথিয়া, জেলা-পাবনাকে ২০(বিশ) গ্রাম হেরোইন সহ আটক করা হয় এবং মাদক ব্যবসায়ী ২। মোঃ দেলোয়ার হোসেন (৪১),পিতা-মোঃ সুলতান মাহমুদ মোল্লা, সাং-নতুন শীরপুর (তালিম নগর), ৩। মোঃ জাকির হোসেন (৩৫), পিতা-মোঃ হাশেম মোল্লা, সাং-তালিম নগর, এবং ৪। মোঃ রুহুল আমিন (২৬), পিতা-বেলায়েত শেখ, সাং- দড়িমালঞ্চি, সর্ব থানা-আমিনপুর, জেলা-পাবনাদেরকে মাদক দ্রব্য ১৫০(একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাঁথিয়া থানার মামলা নং২৩ তাং ২৪/০১/২০২৩ ও আমিনপুর থানার মামলা নং২২ তাং ২৪/০১/২০২৩ মামলা রুজু করা হয়েছে।