বিশাল আকৃতির ০১(এক)টি গাঁজা গাছ সহ ০১(এক) জন গ্রেফতার ।
২৪ অগাস্ট, ২০২২
বিশাল আকৃতির ০১(এক)টি গাঁজা গাছ সহ ০১(এক) জন গ্রেফতার । পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা,পাবনার একটি আভিযানিক দল গত ইং ২৩/০৮/২০২২ তারিখ রাত্রী-২১.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সদর থানাধীন নাজিরপুর চরপাড়া সাকিনস্থ মোঃ হান্নান প্রামানিক পিতা-মৃতঃ নুর আলী প্রামানিক এর বসত বাড়ীতে অভিযান চালিয়ে তার উত্তর দুয়ারী টিনের তৈরী গোয়াল ঘরের পিছন হইতে বিশাল আকৃতির একটি গাঁজা গাছ সহ আসামী ১। মোঃ হান্নান প্রামানিক (৪০), পিতা-মৃতঃ নুর আলী প্রামানিক, সাং-নাজিরপুর চরপাড়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলমাতের বিবারণঃ- ১। একটি বিশাল আকৃতির গাঁজার গাঁছ, যাহার ওজন ২০(বিশ) কেজি। এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।