জেলা গোয়েন্দা শাখা,পাবনার অভিযানে Sildenafil Citrate নামক জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যৌনউত্তেজক পদার্থ মিশ্রিত সিরাপ জব্দ ও জরিমানা এবং কারখানা সিলগাল

২১ অগাস্ট, ২০২২

জেলা গোয়েন্দা শাখা,পাবনার অভিযানে Sildenafil Citrate নামক জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যৌনউত্তেজক পদার্থ মিশ্রিত সিরাপ ও চকলেট জব্দ ও জরিমানা এবং কারখানা সিলগালা। পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে অপরাধ মুক্ত এবং ভেজাল ঔষধ ও পানীয় প্রস্তুতকারী কোম্পানীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার লক্ষ্যে ওসি ডিবি মুহাম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ,পাবনার একটি আভিযানিক দল গত ইং ১৮/০৮/২০২২ তারিখ ১৮.১০ ঘটিকায় পাবনা সদর থানাধীন দক্ষিন রাঘবপুর পি এন রোড সাকিনস্থ মোঃ আজাদ আলী, পিতা-মৃতঃ আজাহার আলী এর মালিকানাধীন দুই তালা বসত বাড়ীর নিচ তলার ভাড়াটিয়া মোঃ কাওছার আহাম্মেদ, পিতা-মৃতঃ আব্দুস সামাদ, সাং-ছোট শালগাড়ীয়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনা এর মালিকানাধীন গোল্ডেন টাচ ফুড এন্ড বেভারেজ নামক কোম্পানিতে যৌন উত্তেজক ফ্রুট সিরাপ, যৌন উত্তেজক জিনসিন শরবত, যৌন উত্তেজক চকলেট উৎপাদনের জন্য ডিবি পুলিশের উপস্থিতিতে ভোক্তা অধিকার কর্তৃক উক্ত কোম্পানির মালিক মোঃ কাওছার আহম্মেদকে নগদ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা ও তার উক্ত কারখানা হতে প্রস্তুতকৃত বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ ও চকলেট জব্দ করা হয় এবং কারখানাটি সিল গালা করে রাখা হয়। মানবদেহের জন্য ক্ষতিকর এসকল সিরাপ, চকলেট উৎপাদনকারীদের বারবার সতর্ক করা স্বত্তেও যারা এসকল ব্যবসা চালু রেখেছেন তারা দেশ ও জাতির শত্রু। পাবনাবাসী ও তাদের সন্তানদের স্বার্থে এসকল ব্যবসায়ীদের প্রতিহত করার জন্য সচেতন সকলে জেলা পুলিশ কে তথ্য দিন।







সর্বশেষ সংবাদ