আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চারজন সদস্য পাঁচটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার প্রসঙ্গে।

১১ জুন, ২০২২

প্রেস ব্রিফিং তারিখঃ ৪/৬/২০২২ খ্রিঃ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চারজন সদস্য পাঁচটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার প্রসঙ্গে। মোঃ আসাদুর রহমান পিতা-মৃতঃ আব্দুল লতিফ সাং-মাধাইমুড়ি থানা-আত্রাই জেলা-নওগা পাবনা সদর থানায় হাজির হইয়া লিখিত ভাবে জানান যে, পাবনা সদর থানাধীন কাচারীপাড়াস্থ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নীচ তলায় দক্ষিন পার্শে জিআরও অফিস রুমের সামনে হইতে তার একটি নীল কালো রংয়ের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল, যাহার চেসিস নং- MD2A15BZ0FWA97357, ইঞ্জিন নং- JZZWFA06325 ডিসকভার মোটরসাইকেল চুরি হয়। এই সংক্রান্তে বাদীর লিখিত এজাহার প্রাপ্ত হয়ে পাবনা এর পাবনা সদর থানার ,এফআইআর নং-৭/৪২৫, তারিখ- ০৩ জুন, ২০২২; জি আর নং-৪২৫/২০২২, তারিখ- ০৩ জুন, ২০২২; সময়- ১২.৩০ ঘটিকা। ধারা- ৩৮০ পেনাল কোড-১৮৬০ রজু হয়। উক্ত মামলার রজু হওয়া পর জেলা গোয়েন্দা শাখা, পাবনার এসআই (নিঃ) অসিত কুমার এর টিম গত ০৪/০৬/২০২২ ইং তারিখ মোটরসাইকেল চোর ১. মোঃ আলআমিন মুন্না (২৮), পিতা-মোঃ লিয়াকত মিয়া, সাং-ঘোপসিলন্দা, থানা-আমিনপুর, জেলা-পাবনা, ২. মোঃ সোহাগ (২৫), পিতা-মোঃ আক্তার, সাং-দেবোত্তর হিন্দুপাড়া, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা, ৩. মোঃ মনির হোসেন(৪০), পিতা-মৃতঃ সিদ্দিক প্রাং, সাং-বালিয়া হালট, থানা-পাবনা সদর, জেলা-পাবনা, ৪. মোঃ শিপন (২৫), পিতা-মোঃ শাহজাহান, সাং-কৈলমহল, থানা-চাটমোহর, জেলা-পাবনাদেরকে বিভিন্ন স্থান হইতে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হইতে ১। একটি নীল কালো রংয়ের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল, যাহার চেসিস নং- MD2A15BZ0FWA97357, ইঞ্জিন নং- JZZWFA06325, ২। একটি লাল রংয়ের ১০০ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল, যাহার চেসিস নং- MD2A14AZ5DWH95357 ইঞ্জিন নং-JBZWDH82083, ৩. একটি নীল কালো রংয়ের ১৫০ সিসি ডিসকভার মোটরসাইকেল যাহার চেসিস নং-MD2DSJZZZTWL97800, ইঞ্জিন নং- JZMBIL73584 ৪. একটি কালো রংয়ের ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল, যাহার চেসিস নং- MD2A14AZ3DWJ 85521 ইঞ্জিন নং-JBZWDJ88372, ৫.একটি নীল রংয়ের ১০০ সিসি HERO HONDA Splender মোটরসাইকেল, যাহার চেসিস নং- MBLHA10EYB9C03019, ইঞ্জিন নং-HA10EFB9C06801 উদ্ধার করা হয়।







সর্বশেষ সংবাদ