জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পরবেশ দূষনকারী পলিথিন ব্যাগ জব্দ ও আইনগত ব্যবস্থা গ্রহন।

২৯ মে, ২০২২

জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পরবেশ দূষনকারী পলিথিন ব্যাগ জব্দ ও আইনগত ব্যবস্থা গ্রহন। পুলিশ সুপার, পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দশনায় জেলা গোয়েন্দা শাখা, পাবনার একটি আভিযানিক দল গত ২৪/০৪/২০২২ ইং তারিখ পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন ঈশ্বরদী পৌরসভার ৪নং ওয়ার্ড এর নুর মহল্লা মসজিদ সংলগ্ন গলির ভিতর ভগা টাওয়ার এর মুক্তার পিপির টিনসেড মার্কেটের ভাড়া দেওয়া গোডাউন ঘরে এবং একই এলাকার মোছাঃ পলি, পিতা-মোঃ আবু সুফিয়ান সরকার এর ভাড়া দেওয়া গোডউন ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমানে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ২২০ বস্তা পলিথিন ব্যাগ, যাহার মুল্য অনুমান ১১,৬০,০০০/-টাকা জব্দ করা হয় এবং গোডাউন এর মালিক মোঃ আমির হোসেন (৫৮), পিতা-মৃতঃ লতিফ, সাং-মধ্য অরনকোলা, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনাকে গ্রেফতার করতঃ তার বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা, পাবনা কর্তৃক আইনগত ব্যবস্থা করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রজু প্রক্রিয়াধীন।







সর্বশেষ সংবাদ