পাবনা জেলার প্রত্যন্ত চর কুরুলিয়া, লক্ষ্মীকুল্ডা বিটে ঈশ্বরদী থানা পুলিশ কর্তৃক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।
২৯ মে, ২০২২
পাবনা জেলার প্রত্যন্ত চর কুরুলিয়া, লক্ষ্মীকুল্ডা বিটে ঈশ্বরদী থানা পুলিশ কর্তৃক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। আজ চর কুরুলিয়া উচ্চবিদ্যালয়, লক্ষ্মীকুন্ডা, ঈশ্বরদী প্রাঙ্গনে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, কিশোরগাং, বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতন,ইভটিজিং, জুয়া, চরের বিভিন্ন সমসযা নিয়ে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব মোহামেমদ মহিবুল ইসলাম খান, বিপিএম, পুলিশ সুপার পাবনা। আরো উপস্থিত ছিলেন চর কুরুলিয়া ইউপি ঈশ্বরদী জনাব আনিসুর রহমান, অাতাইকুলা থানার অফিসার ইনচার্জ সহ এলাকার সন্মানিত ব্যাক্তিবর্গ। সমাজে বিভিন্ন অপরাধ-সহিংসতা রোধ ও নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগনদের সচেতনতা খুবই প্রয়োজন এ বিষয়ে পুলিশ সুপারসমহোদয় তার বক্তব্যে যে কোন আইনগত সেবায় পাবনা জেলা পুলিশ মানুষের ভরসার প্রথম আশ্রয়স্থল হবে বলে সকলকে আশ্বস্ত করেন।