প্রকৃত মালিকের কাছে স্বর্ণের চেইন টি হস্তান্তর করা হয়।
১৯ এপ্রিল, ২০২২
গত ১৭/০৪/২০২২ খ্রিঃ সুজানগর থানায় মোসাম্মৎ রুমালী আক্তার স্বামী মোঃ হাসান আলী সাং-চর সুজানগর থানা সুজানগর জেলা পাবনা থানায় হাজির হইয়া লিখিতভাবে জানান যে গত ১৫/০৪/২০২২ ইং তারিখে তিনি অসুস্থতা জনিত কারণে সুজানগর জয়া ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নেয়ার জন্য আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শরীফ আহমেদ এর কাছে চিকিৎসা সেবা শেষে তিনি বাড়িতে ফিরে যান। কিন্তু পরবর্তী সময়ে ডাক্তার শরীফ আহমেদ দেখতে পান একটি গলার স্বর্ণের চেইন তার চেম্বারে ফ্লোরে পড়ে আছে। তিনি উক্ত স্বর্নের চেইনের বিষয়ে উপস্থিত চিকিৎসা নিতে আসা লোকদেরকে জিজ্ঞেস করলে সেখানে উপস্থিত থাকা একজন মহিলা উক্ত স্বণের চেইন এর মালিকানা দাবি করে। তখন ডাক্তার সাহেব সৎ বিশ্বাসে উক্ত স্বর্নের চেইন টি চিকিৎসা সেবা নিতে আসা মহিলাকে দিয়ে দেন। কিন্তু চেইনের প্রকৃত মালিক (অভিযোগের বাদীনি) নিজ বাসায় গিয়ে দেখেন তার গলায় থাকা স্বর্নের চেইন টি নেই। তখন তিনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর চেইনটি না পাওয়ায় তিনি থানায় এসে অভিযোগ দেন। তার লিখিত অভিযোগের ভিত্তিতে এএসআই ইউসুফ আলিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে, এএসআই ইউসুফ আলী তাৎক্ষণিকভাবে বাদীর সাথে কথা বলে সুজানগর থানার বিভিন্ন জায়গাতে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে এবং ডাক্তার সাহেবের দেওয়া বর্ণনা মতে, স্বর্নের চেইন নিয়ে পলায়ন কৃত মহিলাকে শনাক্ত করে অভিযোগ পাওয়ার ৩০ মিনিট সময়ের মধ্যে ছয় আনা ওজনের স্বর্ণের চেইনটি উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত স্বর্ণের চেইন টি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।