ডাকাতির প্রস্তুতির সংবাদ প্রাপ্তি সাপেক্ষে তিনজন গ্রেফতার।

০১ মার্চ, ২০২২

গত তারিখঃ ২৪/০২/২০২২ খ্রিঃ সাঁথিয়া থানা,পাবনা। ডাকাতির প্রস্তুতির সংবাদ প্রাপ্তি সাপেক্ষে তিনজন গ্রেফতার। ঘটনার তারিখ ও সময়ঃ ২৪/০২/২০২২ তারিখ ভোর অনুমান ০৪.২৫ ঘটিকা। ঘটনার স্থানঃ সাঁথিয়া থানাধীন মহিষাকোলা সাকিনস্থ পাবনা হইতে সিরাজগঞ্জ গামী মহাসড়কের উপর নির্মানাধীন ব্রীজের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর। ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ ঘটনার বিবরণ এই যে,অদ্য ইং ২৪/০২/২০২২ তারিখ ভোর অনুমান ০৪.২৫ ঘটিকার সময় সাঁথিয়া থানাধীন মহিষাকোলা সাকিনস্থ পাবনা হইতে সিরাজগঞ্জ গামী মহাসড়কের উপর নির্মানাধীন ব্রীজের পশ্চিম পাশে ডাকাতির প্রস্তুতির সংবাদ পাইয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) ও রাত্রি কালীন মোবাইল-০৭ ডিউটির ইনচার্জ এসআই(নিঃ)/মোঃ মেহেদী হাসান ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌছায়।ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামী ১। মোঃ আমিরুল @ মনিরুল ইসলাম (৩৮), পিতা-মোঃ ইয়াকুব আলী, ২। মোঃ সাকিব মন্ডল @ সাকিব (২৪), পিতা-আজাদ মন্ডল, উভয় সাং-নুরপুর, থানা ও জেলা-পাবনাকে আটক করা হয় এবং তাহার অপর সহযোগিরা পালাইয়া যায়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে পলাতক আসামীর মধ্যে হইতে আসামী ৩। মোঃ আতিকুল ইসলাম (২৩), পিতা-মোঃ সিরাজুল ইসলাম @ মিরাজুল ইসলাম, সাং-কাচারীপাড়া, সর্বথানা-পাবনা সদর, জেলা-পাবনাকে আটক করা হয়। আটক করাকালে ডাকাতি কাজে ব্যবহৃত তাহাদের সঙ্গে থাকা মাইক্রোবাস হইতে নিম্ন বর্ণিত আলামত জব্দ করা হয়। আলামতের বর্ণনাঃ মাইক্রোবাসের পিছনে ব্যাক ডালায় ১। ০১ টি ছুরি, যাহা কাঠের বাটসহ লম্বা ২৫ ইঞ্চি, ২। ০২ টি কাটার, যাহা বাট সহ লম্বা ০১টি ১৪ ইঞ্চি, অপরটি বাট সহ লম্বা ১৮ ইঞ্চি ৩। ০২ টি ¯øাই রেঞ্জ,যাহা একটি লম্বা ৮ ইঞ্চি, বডিতে ইংরেজীতে এম এম ২০০ লেখা আছে,অপরটি লম্বা ১২ ইঞ্চি, যাহার বডিতে ইংরেজীতে এম এম ৩০০ লেখা আছে, ৪। ০১ টি ধারালো হাসুয়া, যাহা কাঠের বাটসহ লম্বা ৩৯ ইঞ্চি, ৫। ০২টি লোহার রড যাহা লম্বা ৩৪ ইঞ্চি, ৬। একটি কাটার প্লাস লম্বা ৯ ইঞ্চি, ধৃত আসামী ১। মোঃ আমিরুল @ মনিরুল ইসলামের প্যান্টের ডান পকেটে থাকা একটি SAMSUNG মোবাইল ফোন যাহার সিম নম্বর-০১৭১২-৯৪৮৪১০, ২। মোঃ সাকিব মন্ডল @ সাকিব এর বাম হাতে থাকা একটি POCO মোবাইল ফোন যাহার সিম নম্বর-০১৭৪৯-৩০৫৬১১, এবং ধৃত আসামী মোঃ আতিকুল ইসলামে পরিহিত প্যান্টের ডান পকেট হইতে একটি ITEL মোবাইল ফোন যাহার সিম নম্বর-০১৭২৪-৬১১১৫৭, ৭। ০১ টি মাইক্রো বাসের চাবি এবং আসামীদের ডাকাতীর কাজে ব্যাবহৃত একটি সাদা রংয়ের নোহা (মাইক্রোবাস) যাহার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-চ-১১-৭৭১৯, চেসিস নং- KR42-5029485,, ইঞ্জিন নং-7K-0672420, যাহার মূল্য অনুমান ৭,০০০,০০/-(সাত লক্ষ্য) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আইনগত ব্যবস্থাঃ উক্ত ঘটনার প্রেক্ষিতে সাঁথিয়া থানার মামলা নং-২৬, তাং-২৪/০২/২০২২ খ্রিঃ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ