অত্যাধুনিক ট্যাকটিকাল বেল্ট ও বডিওর্ন ক্যামেরায় সজ্জিত হল পাবনা জেলা পুলিশ সদস্যরা।

১৫ ফেব্রুয়ারী, ২০২২

অত্যাধুনিক ট্যাকটিকাল বেল্ট ও বডিওর্ন ক্যামেরায় সজ্জিত হল পাবনা জেলা পুলিশ সদস্যরা। দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মান্যবর আইজিপি , বাংলাদেশ জনাব ড. বেনজীর আহমেদ, বিপিএম( বার) মহোদয় পুলিশ সদস্যদের ক্ষুদ্রাস্ত্র বহনের জন্য ট্যাকটিকাল বেল্ট ও অপরাধ ও অপরাধী সনাক্তে বডিওর্ন ভিডিও ক্যামেরার প্রবর্তন করেছেন। তারই ধারাবাহিকতায় পাবনা জেলা পুলিশের সদস্যদের আজ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রদত্ত ট্যাকটিকাল বেল্ট ও বডিওর্ন ক্যামেরা বিতরন করা হয় এবং এ সংক্রান্তে তাদের প্রশিক্ষন প্রদান করা হয়। উক্ত সরঞ্জাম ব্যবহার করে পাবনা জেলা পুলিশ সদস্যরা আরো দক্ষতা ও পেশাদারিত্ব্রের সাথে দায়িত্ব পালন করতে পারবে বলে আমরা আশাবাদী।







সর্বশেষ সংবাদ