মাননীয় আইজিপি বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম( বার) মহোদয়ের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে হতদরিদ্র ও ভূমিহীনদের গৃহপ্রদানের কর্মসূচী গৃহীত হয়েছে।

২১ নভেম্বর, ২০২১

একটি মহৎ কাজের শুভসুচনা মাননীয় আইজিপি বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম( বার) মহোদয়ের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে হতদরিদ্র ও ভূমিহীনদের জন্য দেশের ৬৪ টি জেলার প্রতিটি থানায় ১টি করে গৃহপ্রদানের কর্মসূচী গৃহীত হয়েছে। পাবনা জেলায় ১১ টি থানায় ১১ জনের জন্য ইতিমধ্যেই জমি নির্ধারণ ও উপকারভোগীদের বাছাই করা সম্পন্ন হয়েছে। গত ১৮ নভেম্বর, ২০২১ আমিনপুর থানাধীন জাতসাকিন ইউনিয়নে খাস আমিনপুর গ্রামে গৃহহীন দের গৃহনির্মান কাজের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার, সূজানগর সার্কেল, পাবনা, জনাব রওশন কবীর, অফিসার ইনচার্জ আমিনপুর থানা, জনাব জালালউদ্দীন, অফিসার ইনচার্জ, আতাইকুলা থানা, জনাব রেজাউল করিম বাবু, উপজেলা চেয়ারম্যান, বেড়া, জমিদাতা জনাব কাবুল মন্ডল। অনুষ্ঠান শেষে উপস্থিত এলাকাবাসী ও শিশুদের মিস্টিমুখ করান পুলিশ সুপার পাবনা মহোদয়।







সর্বশেষ সংবাদ