পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

১৮ নভেম্বর, ২০২১

গতকাল ৭ নভেম্বর, ২০২১ খ্রিঃ তারিখে পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, পুলিশ সুপার পাবনা। উক্ত সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সকল অফিসার ইনচার্জগনকে নির্দেশনা প্রদান করা হয়, কনস্টবল পদে নিয়োগ সংক্রান্তে কোনপ্রকার আর্থিক লেনদেন বা দালালের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে সকলকে সতর্ক করা হয়, এছাড়া শীতকালীন পাখি শিকার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়। সভার শুরুতে অক্টোবর মাসে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১৩ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। অক্টোবর/2021 খ্রিষ্টাব্দ মাসের পুরস্কার প্রাপ্তদের তালিকাঃ শ্রেষ্ঠ সার্কেল অফিসার জনাব মোঃ রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, পাবনা। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ জালাল উদ্দিন, অফিসার ইনচার্জ, আতাইকুলা থানা, পাবনা। শ্রেষ্ঠ এসআই(নি.), জনাব মোঃ আরিফুল ইসলাম, এসআই (নি.), পাবনা সদর থানা, পাবনা। শ্রেষ্ঠ এএসআই(নি.), জনাব মোঃ মাসুদ রানা, এএসআই (নি.), সদর পুলিশ ফাঁড়ি, পাবনা থানা, পাবনা। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার জনাব মোঃ মাসকুরুল আলম, সার্জেন্ট, সদর ট্রাফিক, পাবনা। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার জনাব অসিত কুমার বসাক, এসআই(নিঃ), জেলা গোয়েন্দা শাখা, পাবনা। জনাব মোঃ আবুল কালাম, পুলিশ পরিদর্শক(নিঃ), সদর পুলিশ ফাঁড়ি, পাবনাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে ক্লুলেস মোটরসাইকেল চুরি মামলার রহস্য উদঘাটন ও ০৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং আসামি গ্রেফতার করতঃ আইন-শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। জনাব মোঃ আব্দুল আলীম সরকার, টিআই, ঈশ্বরদী ট্রাফিক, পাবনাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে ট্রাফিক ম্যানেজমেন্ট সংক্রান্তে সফটওয়্যার তৈরি করার জন্য। জনাব মোঃ আনিছুর রহমান, পুলিশ পরিদর্শক(নিঃ), অপরাধ শাখা, পাবনাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে অপরাধ শাখা হতে পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিআইজি অফিসে মাসিক স্টেটমেন্ট পেরন, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার সংক্রান্তে তথ্য প্রেরণ,থানা হতে প্রাপ্ত এজহারে ত্রুটি-বিচ্যুতি সংশোধন করতঃ নিয়মিত মামলার এম/ই উপস্থাপন ও অফিসিয়াল কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। জনাব মোঃ রেজাউল করিম, এসআই (নিঃ), সুজানগর থানা, পাবনাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে প্রায় 200 এর অধিক পাখিকে শিকারিদের হাত থেকে রক্ষা করে মুক্তকরণ এর জন্য। জনাব মোঃ শফিউল আলম, এসআই(নিঃ), আতাইকুলা থানা, পাবনাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে বিল্লাল মিশরী হত্যা মামলার রহস্য উদঘাটন, মূল আসামী আবুকে প্রাং(২৫) কে গ্রেফতার করতঃ ০১টি রিভলবার, ০২টি শাটার গান,কার্তুজ ০২টি, পরিত্যক্ত অবস্থায় ০৩টি শাটারগান উদ্ধার। গাজা 60 গ্রাম, চোরাই মদ 10 লিটার, মামলা নিষ্পত্তি, মাদক ও অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। শ্রেষ্ঠ ডিএসবি অফিসার, জনাব মোঃ আব্দুস সালাম, কনস্টেবল/১০৫৫, ডিএসবি, পাবনা। শ্রেষ্ঠ কনস্টেবল জনাব মোঃ আল আমিন, কনস্টেবল/১৩৮১, পুলিশ লাইন্স, পাবনাকে পুরস্কার প্রদান করা হয়েছে ক্যাফেটেরিয়া, ফোর্সেস মেস, সেলুনসহ পুলিশ লাইনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে গুরুত্বপূর্ণ অবদান ও ডিআইজি স্যারের ইনস্পেকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায়।







সর্বশেষ সংবাদ