জেলা গোয়েন্দা শাখা,পাবনার অভিযানে শিশু খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পন্য নকল ভাবে প্রস্তুতকালে দুই অসাধু ব্যবসায়ীকে নকল মালামাল সহ গ্রেফতার।
২৮ অক্টোবর, ২০২১
জেলা গোয়েন্দা শাখা,পাবনার অভিযানে শিশু খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পন্য নকল ভাবে প্রস্তুতকালে দুই অসাধু ব্যবসায়ীকে নকল মালামাল সহ গ্রেফতার ও মোবাইল কোর্টের ম্যধমে শাস্তি। পুলিশ সুপার পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা,পাবনার অভিযানিক দল গত ২৭/১০/২০২১ ইং তারিখ পাবনা সদর থানাধীন রাধানগর নুরপুর এলাকা একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই অসাধু ব্যবসায়ীকে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য ও নিত্য পন্য সহ গ্রেফতার করিয়া মোবাইল কোর্টের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদ্বয়কে ০৩ ( তিন) মাসের কারাদণ্ড এবং কারখানা সিলগালা ও নকল মালমাল গুলো জব্দ করা হয়। নকল কারখানা মালিকদ্বয় হলোঃ- ১) মোঃ মামুনুর রশীদ (৩৪), পিতা-মোঃ আব্দুল আজিজ, সাং- শাকদিয়া, থানাঃ- আতাইকুলা, ২) মোঃ আলমাস আলী (৩০), পিতা- মোঃ মজিবর রহমান, সাং- পাড়াশিদাইল,থানাঃ- আটঘরিয়া,উভয় জেলাঃ- পাবনা। উল্লেখ্য যে, আসামীদ্বয়কে সাঁজা পরোয়ানা মুলে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।