কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের ‍“দক্ষতা উন্নয়ন কোর্স” ( ২য় ব্যাচ) এর সার্টিফিকেট বিতরণী ও কোর্স সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

১২ অক্টোবর, ২০২১

কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের ‍“দক্ষতা উন্নয়ন কোর্স” ( ২য় ব্যাচ) এর সার্টিফিকেট বিতরণী ও কোর্স সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত। গত ০৭ অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিরাজগঞ্জ’র পরিচালনায় ও পাবনা জেলা পুলিশের আয়োজনে পাবনা জেলা পুলিশ লাইনস্ অডিটরিয়ামে কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের ০১ সপ্তাহ মেয়াদি ‘দক্ষতা উন্নয়ন কোর্স’ এর সার্টিফিকেট বিতরণী ও কোর্স সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়। এ সময় প্রধান অতিথি মহোদয় “দক্ষতা উন্নয়ন কোর্স” এর প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন এবং কোর্স সম্পর্কে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য প্রদান করে কোর্সের সমাপ্ত ঘোষনা করেন। উক্ত অনুষ্ঠানে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ জনাব মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সা্রকেল জনাব রোকনুজ্জামান সরকার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।







সর্বশেষ সংবাদ