ইভেন্ট ম্যানেজমেন্টের আড়ালে ইয়াবা ও জুয়ার আসর। গ্রেফতার চারজন
০২ সেপ্টেম্বর, ২০২১
ইভেন্ট ম্যানেজমেন্টের আড়ালে ইয়াবা ও জুয়ার আসর। গ্রেফতার চারজন পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে গত ইং-১৮/০৮/২০২১ তারিখে জেলা গোয়েন্দা শাখা,পাবনার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করিয়া পাবনা সদর থানাধীন শালগাড়িয়া হাসপাতাল রোড সাতরং ইভেন্ট ম্যানেজমেন্ট এর প্রধান অফিস হইতে উক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ আহসান উল আলম @ পিয়াল (৪৬), পিতা- মৃত আকরামুল আলম , সাং-পুরাতন টেকনিক্যাল মোড় দিলালপুর, সহ ২। মোঃ আলাউদ্দিন @ আলাল (৪৩), পিতা- হায়াত আলী , সাং- আটুয়া দক্ষিণপাড়া, উভয় থানা- পাবনা সদর, পাবনা, এবং ৩। মোঃ শাহিন মাহমুদ মানিক (৪৭), পিতা- মৃত এইচ এম সিকন্দার, সাং- ইসলামপুর পি কে রায় লেন ইসলামপুর রোড, থানা- কোতয়ালী, ঢাকা গনকে জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার করিয়া তাহাদের হেফাজত হইতে সর্বমোট জুয়ার ৭৪৮০ টাকা ও ১ সেট তাস উদ্ধার পূর্বক জব্দ করা হয় । প্রাথমিক ভাবে জানা যায় যে ধৃত পিয়াল দীর্ঘদিন যাবৎ তার এই সাতরং ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার আড়ালে বিভিন্ন প্রকার অপরাধ মুলক কর্মকান্ড চালিয়ে আসছিল এই সংক্রান্তে পাবনা সদর থানায় একটি জুয়া মামলা রুজু হয়েছে। ১৮/০৮/২০২১ তারিখে জেলা গোয়েন্দা শাখা,পাবনার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করিয়া পাবনা সদর থানাধীন হাসপাতাল রোড সাতরং ইভেন্ট ম্যানেজমেন্ট অফিস উক্ত প্রতিষ্ঠানের মালিক পিয়াল এর দোসর ১। মোঃ শামীম আহম্মেদ @ রবি (৪২), পিতা-মৃত আমানত প্রাং, সাং-গয়েশপুর (বাবুপাড়া), ২। মোঃ মাহবুল আলম @ আরিফ (৪৩), পিতা-মৃত আলী আকবর, সাং-সাধুপাড়া, উভয় থানা-পাবনা সদর, জেলা-পাবনাদ্বয়কে গ্রেফতার করিয়া তাহাদের হেফাজত হইতে সর্বমোট ১০০ পিচ মাদক ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য ধৃত শামীম আহমেদ রবির বিরুদ্ধে পুর্বে আরো তিনটি মামলা রয়েছে, এবং এই সংক্রান্তে সদর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।