জুলাই/২০২১ খ্রিষ্টাব্দ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

১৫ অগাস্ট, ২০২১

জুলাই/২০২১ খ্রিষ্টাব্দ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। গত ১১ আগষ্ট ,২০২১ পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম,পুলিশ সুপার পাবনা। সভায় জুলাই মাসে সকল থানার ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিস্পত্তি সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার পাবনা। এছাড়া উপস্থিত সকলকে জনগনের পাশে দাড়িয়ে তাদেরকে ন্যায়বিচার প্রদানে আরো সক্রিয়ভাবে কাজ করার জন্য আহবান জানান তিনি। সভার শুরুতে গত মাসে বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরুপ ১৩ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার পাবনা। পুরস্কার প্রাপ্তরা হলেন শ্রেষ্ঠ সার্কেল অফিসার জনাব মোঃ রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, পাবনা। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ, পাবনা সদর থানা, পাবনা। শ্রেষ্ঠ এসআই (নি.) জনাব মোঃ তহিদুল ইসলাম, এসআই (নি.), পাবনা সদর থানা, পাবনা। শ্রেষ্ঠ এএসআই (নি.), জনাব মোঃ ডালিম মিয়া, এএসআই (নি.), পাবনা সদর থানা, পাবনা । শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার জনাব খান মোঃ মিনহাজ তোহামী, টিআই, সদর ট্রাফিক, পাবনা। শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার জনাব মোহাম্মদ আলী, এসআই (নি.), আমিনপুর থানা, পাবনা। শ্রেষ্ঠ ডিএসবি অফিসার জনাব মোঃ শহিদুল ইসলাম, এসআই (নি.) জেলা বিশেষ শাখা, পাবনা। প্রশাসনিক কার্যক্রম সুচারুরূপে সম্পাদন ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিশেষ পুরস্কার পেয়েছেন জনাব মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ডিএসবি) পাবনা সদর এবং আমিনপুর থানার খুন মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করতঃ ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিশেষ পুরস্কার পেয়েছেন জনাব মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পাবনা জেলাধীন বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট তদারকি ও বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিশেষ পুরস্কার পেয়েছেন জনাব শেখ মোঃ জিন্নাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কেভিড-19 এর ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে ফোর্সদের আইসোলেশন, কোয়ারেন্টাইন নিশ্চিত করা ও করোনা আক্রান্ত ফোর্স, কর্মকর্তাদের টেস্ট সমন্বয় এবং সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিশেষ পুরস্কার পেয়েছেন জনাব মোঃ শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) করোনাকালীন সময়ে করোনাতে আক্রান্ত ব্যক্তিদের সেবা প্রদান এবং তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা-রাজশাহী নিয়ে যাওয়া-আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিশেষ পুরস্কার পেয়েছেন জনাব মোঃ শহিদুল ইসলাম, কনস্টেবল/490, পুলিশ হাসপাতাল, পাবনা। করোনাকালীন সময়ে করোনাতে আক্রান্ত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা-রাজশাহী নিয়ে যাওয়া-আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ পুরস্কার পেয়েছেন জনাব মোঃ আশরাফুল আলম, ড্রাই কনস্টেবল/619 পুলিশ হাসপাতাল, পাবনা।







সর্বশেষ সংবাদ