শেখ রাসেল ব্লাড ডোনারস্ ক্লাব

০১ অগাস্ট, ২০২১

শেখ রাসেল ব্লাড ডোনারস্ ক্লাব ১১ ডিসেম্বর ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করেছিল ৫ জন জন সদস্য দিয়ে আজ সংগঠনের সদস্য ২০০+ অতিক্রম করেছে ।পাবনা সদর সহ ৭ থানায় তাদের কার্যক্রম পরিচালিত হয় পাবনা সদর আতাইকুলা সাঁথিয়া আমিনপুর সুজানগর ফরিদপুর চাটমোহর ঈশ্বরদী গরীব অসহায় মানুষকে রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করেছে তারা, যার মধ্যে অন্যতম ব্লাড গ্রুপের অঙ্গ সংগঠন 'আমাদের স্বপ্নের' উদ্যোগে অসহায় ছিন্নমূল এতিম বাচ্চাদের নিজেরা রান্না করে খাবার বিতরণ, ঈদের মধ্যে গরীব অসহায় মানুষকে উপহার সামগ্রী, করোনা কালীন সময়ে রক্তদান, যানজট নিরসন, মাস্ক বিতরণ কর্মসূচি, করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা মূলক কার্যক্রম পাবনা জেলার ৮ থানাতে চলমান আছে। পুলিশ সুপার পাবনার নেতৃত্বে পবিত্র ঈদের দিন তারা পাবনা জেলায় এক যোগে ৮ থানাতে মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রে করে তারা লকডাউন এর মধ্যেও তাদের কাজ চলমান আছে। পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে তাদের জন্য শুভ কামনা।







সর্বশেষ সংবাদ