রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা থানায় জমা দিলেন নাটোরের পুলিশ কনস্টবল।
১৫ জুলাই, ২০২১
রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা থানায় জমা দিলেন নাটোরের পুলিশ কনস্টবল। অফিসার ইনচার্জ ভাংগুড়া থানার চেষ্টায় প্রকৃত মালিককে ফেরত প্রদান। কং/৮০৮ মোঃ নওশের আলী, বর্তমানে বড়াইগ্রাম থানা, নাটোরে ড্রাইভার হিসেবে কর্মরত আছে। তিনি গত ইং-২৯/০৬/২০২১ তারিখ নৈমিত্তিক ছুটি নিয়ে তার নিজ বাড়ী ভাঙ্গুড়া থানাধীন ভদ্রপাড়া গ্রামে আসে। ছুটি শেষে গত ইং ০৬/০৭/২০২১ তারিখ বড়াই গ্রাম থানা, নাটোর এ যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে মধ্যে ভাঙ্গুড়া পৌরসভার হাসপাতাল মোড়ে পাকা রাস্তার উপর একটি কাগজের প্যাকেট দেখতে পান। কৌতুহল বসত তিনি উক্ত প্যাকেটটি হাতে নেন এবং প্যাকেটের মধ্যে টাকার ব্যান্ডিল দেখতে পান। তিনি বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের গাড়ী দেখতে পেয়ে তাৎক্ষণিক গাড়ীর নিকট আসেন এবং উপস্থিত ওসি ভাংগুড়া থানা কে জানান যে, তিনি একজন পুলিশ সদস্য এবং ছুটি শেষে থানায় যোগদানে যাওয়ার পথে হাসপাতাল মোড়ে পাকা রাস্তার উপর একটি কাগজের প্যাকেট পড়ে পেয়েছেন এবং উক্ত প্যাকেটের মধ্যে টাকা আছে। উক্ত প্যাকেট থেকে টাকাগুলো বাহির করে গননা করলে ১০০০×১৬ = ১৬,০০০/-, ৫০০×২০= ১০,০০০/-, ১০০×১০০ = ১০,০০০/- সর্ব মোট ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকা হয়। অফিসার ইনচার্জ ভাংগুড়া থানার প্রচেষ্টায় বর্ণিত ঘটনা সংক্রান্তে টাকার প্রকৃত মালিক মোঃ আলমগীর হোসেন (৪০), সিনিয়র অফিসার, বড়ালব্রীজ শাখা, অগ্রণী ব্যাংক, ভাঙ্গুরা, পাবনা; পিং-মৃত আব্দুল মালেক, গ্রাম- মথুরাপুর, থানা- চাটমোহর, জেলা- পাবনা, কে সনাক্ত পূর্বক আজ তাহার নিকট ৩৬,০০০/ টাকা বুঝিয়ে দেয়া হয়।