জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ০৬ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ সংবদ্ধ চোর চক্রের ০২(দুই) সদস্য আটক।
০৩ জুলাই, ২০২১
প্রেস ব্রিফিং জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ০৬ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ সংবদ্ধ চোর চক্রের ০২(দুই) সদস্য আটক। পাবনা জেলার বেড়া থানাধীন মৈত্রবাধা সাকিনের ডাক্তার ইউসুফ আলীর বাড়ির নিচতলার গ্যারেজ হতে গত ইং-১৮/০৬/২০২১ তারিখ দিবাগত রাত্রীতে একটি লাল রঙের RTR এ্যাপাচি 150cc মোটরসাইকেল অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে বেড়া মডেল থানায় ৪৫৭/৩৮০ ধারায় একটি চুরির মামলা রুজু হয়,যার মামলা নং-১৬, তারিখ-২৬/০৬/২০২১ইং। পুলিশ সুপার,পাবনা মহোদয়ের নির্দেশক্রমে বেড়া মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা, পাবনা একযোগে চোর দলকে গ্রেফতার সহ চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযানে নামে। তারই ধারাবাহিকতায় গত ইং-২৬/০৬/২০২১ তারিখ পাবনা জেলা গোয়েন্দা শাখার একটি দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাবনা জেলার সুজানগর থানার দাসপাড়া এলাকা হতে চোর চক্রের একজন সক্রিয় সদস্যঃ- ১।মোঃ মনিরুল ইসলাম(২৫)কে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। পুলিশকে দেওয়া তার স্বীকারোক্তি মোতাবেক চোর চক্রের অপর সক্রিয় সদস্যঃ- ২। মোঃ সাদ্দাম হোসেন রুবেল (৩০) কে গ্রেফতার করে তার তথ্য মতে পাবনা জেলার পাবনা সদর ও বেড়া এবং সুজানগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আরও ০৫(পাঁচ) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামীদ্বয়ের নাম-ঠিকানাঃ ১। মোঃ মনিরুল ইসলাম(২৫), পিতা-মোঃ মোয়াজ্জিম খা, সাং-বনখোলা দাসপাড়া, থানা-সুজানগর, জেলা-পাবনা (যাহাকে গত ইং-২৭/০৬/২০২১তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে) ২। মোঃ সাদ্দাম হোসেন রুবেল (৩০), পিতা-মৃত ইয়াছিন আলী, সাং-বলরামপুর মধ্যপাড়া, থানা ও জেলা-পাবনা। আসামীদ্বয়ের হেফাজত হতে উদ্ধারকৃত মোটরসাইকেল এর বর্নণা: ১। আসামী মোঃ মনিরুল ইসলাম হেফাজত হতে একটি লাল রঙের RTR এ্যাপাটি 150cc মোটরসাইকেল (যাহা বেড়া মডেল থানা এলাকায় চুরি হয়েছিল)। ২। আসামী মোঃ সাদ্দাম হোসেন রুবেল এর হেফাজত হইতে এবং তাহার দেওয়া তথ্য মতে ০৫(পাঁচ) টি মোটরসাইকেল সর্বমোট ০৬(ছয়) টি মোটরসাইকেল। আসামীদের অপরাধ ইতিহাস: ১। আসামী মোঃ সাদ্দাম হোসেন রুবেল এর বিরুদ্ধে পাবনা থানায় ০৩ টি মামলা রয়েছে। উদ্ধারকৃত মটরসাইকেল গুলির বিবরন নিন্নে দেয়া হল ১। একটি ব্লাক গ্রীন কালারের TVS Metro 100cc মোটরসাইকেল।যাহার চেসিস নং-MD625MF50C1L22049, যাহার ইজ্ঞিন নং-DF5LC1220776, যাহার রেজিস্ট্রেসন নং-পাবনা-হ-১২-০১৭৫ ২। একটি লাল কালারের Discover 100cc BAJAJ মোটরসাইকেল।যাহার চেসিস নং-*MD2A14AZ7EWD87623* যাহার ইজ্ঞিন নং-JB2WED14325, যাহার রেজিস্ট্রেসন নং-পাবনা-হ-১১-৮৬৯৮ ৩। একটি ব্লাক ব্লু কালারের TVS Metro 100cc মোটরসাইকেল।যাহার চেসিস নং-MD625MF59H1F04262, যাহার ইজ্ঞিন নং-DF5FH1037004, যাহার রেজিস্ট্রেসন নং-পাবনা-হ-১২-০৯৭৭ ৪। একটি ব্লাক কালারের Discover BAJAJ 1২৫cc মোটরসাইকেল।যাহার চেসিস নং-*MD2DSJZZZUWL95999* যাহার ইজ্ঞিন নং-JZMBUL75959 ৫।একটি লাল কালারের TVS Apache RTR-160cc মোটরসাইকেল।যাহার চেসিস নং-MD634KE43J2BOO925, যাহার ইজ্ঞিন নং-OE4BJ2100728, ৬। একটি লাল কালারের XINGFU 125cc মোটরসাইকেল।যাহার ইজ্ঞিন নং-XF125*97051240* যাহার রেজিস্ট্রেসন নং-বগুড়া-হ-১৭-২০৭১