পুলিশ সুপার পাবনার উদ্যোগে পাবনা জেলার আইন শৃংখলা রক্ষা ও হাট বাজারসমূহে নিরাপত্তা নিযেচিত করার নিমিত্তে সিসিটিভি ক্যামেরা স্থাপন।

২৬ মে, ২০২১

পুলিশ সুপার পাবনার উদ্যোগে পাবনা জেলার আইন শৃংখলা রক্ষা ও হাট বাজারসমূহে নিরাপত্তা নিযেচিত করার নিমিত্তে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। এই আহবানে সাড়া দিয়ে আতাইকুলা থানাধীন দুবলিয়া বাজার বনিক সমিতির অর্থায়নে দুবলিয়া বাজারে ৩২ টি ক্যামেরা স্থাপন করা হয়। গত ১৮/০৫/২০২১ খ্রিঃ দুপুর ১২।০০ ঘটিকায় দুবলিয়া স্থায়ী পুলিশ ক্যাম্পে সিসিটিভি কার্যক্রম উদ্বোধন করেন জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান,বিপিএম পুলিশ সুপার, পাবনা।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সা্রকেল জনাব রোকনুজ্জামান সরকার, অফিসার ইনচার্জ আতাইকুলা জনাব জালালউদ্দীন, আইসি দুবলিয়া ক্যাম্প জনাব শফিকুল ইসলাম; বনিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগন ও মিডিয়া কর্মীবৃন্দ। জেলার অন্যান্য বাজার সমূহে পর্যায়ক্রমে সিসটিভি স্থাপনের জন্য কার্যক্রম গ্রহন করা হবে।







সর্বশেষ সংবাদ