ঈশ্বরদী থানা পুলিশ কর্তৃক ১৬ কেজি মাদকদ্রব্য গাজা উদ্ধার প্রসঙ্গে ।

১২ মে, ২০২১

তারিখঃ ১০/০৫/২০২১ খ্রিঃ। ১। ইউনিটের নাম- ঈশ্বরদী থানা, পাবনা। ২। বিষয়- ঈশ্বরদী থানা পুলিশ কর্তৃক ১৬ কেজি মাদকদ্রব্য গাজা উদ্ধার প্রসঙ্গে । ৩। ঘটনার তারিখ ও সময়ঃ ০৯/০৫/২১, সময়- ২২ঃ৪৫ ঘটিকা। ৪। ঘটনার স্থানঃ ঈশ্বরদী থানাধীন সাহাপুর পাকশী ইউনিয়ন এর বাঁশেরবাদা বাজারের জনৈক আব্দুস ছাত্তারের "স" মিলের পশ্চিম পাশে বেলাল ষ্টোরের সামনে পাকা রাস্তার উপরে । ৫। ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ অদ্য ০৯/০৫/২১ খ্রিঃ, ঈশ্বরদী থানার এস আই নাসির উদ্দীন , এএসআই মোঃ ওয়াসিম আলী, সঙ্গীয় ফোর্স সহ W/A তামিল ও আসন্ন ঈদুল- ফিতর উপলক্ষে আইন শৃংখলা ডিউটি করা কালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানাধীন সাহাপুর পাকশী ইউনিয়ন এর বাঁশেরবাদা বাজারের জনৈক আব্দুস ছাত্তারের "স" মিলের পশ্চিম পাশে বেলাল ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী জহুরুল ইসলাম (৩২), পিতা- মৃত মজিবর প্রাং, সাং- বাঁশেরবাদা, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনাকে বিশেষ ভাবে পলিথিনে মোড়ানো ০৫ টি প্যাকেটে মোট ১৬(ষোল) কেজি গাজা সহ গ্রেফতার করে। এসময় গাঁজার প্রকৃত মালিক পলাতক আসামী নং ০১. কাজলী খাতুন, পিতা- মোঃ আব্দুল করিম, সাং- বাঁশেরবাদা, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা এবং অপর পলাতক আসামী নং ০১. মোঃ নজরুল ইসলাম @নজু, পিতা- মোঃ ইউসুফ আলী, সাং- বাঁশেরবাদা, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা, ঘটনাস্থল হতে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ৬।উদ্ধার- ১৬ কেজি গাজা। ৭। গ্রেফতার/ আটকঃ আটক ০১ জন, পলাতক ০২ জন। ৮।গৃহিত ব্যবস্থাঃ মামলা রুজু ।







সর্বশেষ সংবাদ