লকডাউনের দ্বিতীয় দিনে গত ১৫/০৪/২০২১ খ্রিঃ পাবনার প্রাণকেন্দ্র আব্দুল হামিদ রোডে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযান।

১৮ এপ্রিল, ২০২১

লকডাউনের দ্বিতীয় দিনে গত ১৫/০৪/২০২১ খ্রিঃ পাবনার প্রাণকেন্দ্র আব্দুল হামিদ রোডে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযান। এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক জনাব কবীর মাহমুদ ও পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম। লকডাউনে সরকার ঘোষিত জরুরী সেবা ও প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। জেলা পুলিশ কে সহায়তা করুন। *ক‌রোনাকা‌লে চলাচল ও কার্যক্র‌মের ক‌ঠোর নিয়ন্ত্র‌নের ম‌ধ্যে বিধি-নিষেধের আওতামুক্ত ব্যক্তি/প্রতিষ্ঠানসমূহঃ* ১। ডাক্তার ২। নার্স ৩। মেডিকেল স্টাফ ৪। কোভিড টিকা/চিকিৎসার সাথে জড়িত ব্যক্তি/স্টাফ ৫। ব্যাংকার ৬। ব্যাংকের অন্যান্য স্টাফ ৭। সাংবাদিক ৮। গণমাধ্যমের ক্যামেরাম্যান ৯। টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী ১০। বেসরকারী নিরাপত্তাকর্মী ১১। জরুরি সেবার সাথে জড়িত কর্মকর্তা/কর্মচারী ১২। অফিসগামী সরকারী কর্মকর্তা ১৩। শিল্প কারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা ১৪। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ১৫। ফায়ার সার্ভিস ১৬। ডাকসেবা ১৭। বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সাথে জড়িত ব্যক্তি/কর্মকর্তা ১৮। বন্দর সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা এদের চলাচলে মুভমেন্ট পাস প্রয়োজন নেই। তাঁরা শুধু পরিচয়পত্র প্রদর্শন করে কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন। *মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স* *বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স*







সর্বশেষ সংবাদ