ফেসবুকে দেয়া ভিডিও চিত্রের ভিত্তিতে বিষয় টি অনুসন্ধান করে ভিডিওর ব্যক্তি দের এবং ঘটনাস্থল সনাক্ত করে আসামি গ্রেফতার করা হয়।

০৩ মার্চ, ২০২১

ফেসবুকে দেয়া ভিডিও চিত্রের ভিত্তিতে বিষয় টি অনুসন্ধান করে ভিডিওর ব্যক্তি দের এবং ঘটনাস্থল সনাক্ত করে আসামি-১.মোঃ আব্দুল গাফফার (৪৫) পিতা- মৃত আবুল হোসেন সরদার সাং- তাজিয়ার পাড়া ২. মোঃ আকাশ (৩৬) পিতা-মোঃ শামসুল আলম আজাদ সাং- পীরপুর ৩.মোঃ মিঠু বিশ্বাস (৪৫)পিতা মোঃ বেলায়েত হোসেন সাং- সড়াডাঙ্গী সর্ব থানা- আতাইকুলা জেলা-পাবনা দের গ্রেফতার করা হয়। গ্রেফতার পরবর্তী সময়ে আসামি গাফফার কে উক্ত অস্ত্র এবং জিজ্ঞাসাবাদে আসামি গাফফার স্বীকার করে। পরবর্তীতে স্বীকারোক্তি অনুযায়ী অপর আসামি ২.মোঃ সজল(৩০) পিতা-মোঃআঃ মজিদ শেখ সাং-সড়াডাঙ্গী ৩.মোঃ হেলাল উদ্দিন (৪৮) পিতা-মোঃ আলাউদ্দিন সাং- সড়াডাঙ্গী দ্বয় কে আটক করে ৩ জন কে মুখোমুখি জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আতাইকুলা থানাধীন সড়াডাঙ্গী গ্রামস্হ মোঃ আঃ মজিদ এর বাড়ির পূর্বে ইছামতি নদীর মধ্যে পলাতক আসামি মোঃ সাহেব আলী (৪৮) পিতা-মৃত আঃ হামিদ সাং-সড়াডাঙ্গী থানা-আতাইকুলা জেলা-পাবনা এর টং ঘরের ভিতরে উল্লিখিত আসামিদের দেখানো মতে মাচায় বিছানো খড়ের নিচ হইতে ১.একটি দেশীয় সিলভার রংয়ের লোহার তৈরী সচল পিস্তল, যাহা বাটসহ আড়াআড়ি ভাবে লম্বা০৮ ( আট) ইঞ্চি। ট্রেগার ফায়ারিং পিন ও স্প্রীং সংযুক্ত ২. ৪ সেট তাস । ৩. ২টি কাঠের তৈরী গাঁজা খাওয়ার কলকি। ৪. একটি লোহার তৈরী গাঁজা কাটার যন্ত্র ৫. দুইটি গাঁজা কাটার কাঠের টুকরো পাইয়া  গত ২/৩/২০২১ খ্রি. রাত্রি ০২.৫০ ঘটিকার সময় জব্দ করা হয়। উল্লিখিত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। ঐ চক্রের একজন আসামি পলাতক আছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।







সর্বশেষ সংবাদ