পাবনা জেলার চাটমোহর থানার বিট পুলিশিং এর মাধ্যমে মাদক, জঙ্গীবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত।

২০ ফেব্রুয়ারী, ২০২১

পাবনা জেলার পুলিশ সুপার মহোদয়ের উদ্যেগে চাটমোহর থানার বিট পুলিশিং এর মাধ্যমে মাদক, জঙ্গীবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত। মাদক, জঙ্গীবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাননীয় অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, পাবনা মহোদয়ের উপস্থিতিতে ইং ১৭/০২/২০২১ তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় আমার জন্মভূমি চাটমোহর থানার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা বাজারে ১০নং বিটে একটি স্বতস্ফূর্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, ছাত্র-ছাত্রী, শিক্ষক, ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে অংশ নেওয়ারা ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে মাদক, জঙ্গীবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। সমাবেশে বিট পুলিশের মাধ্যমে বাড়ী বাড়ী সেবা প্রদানের আশ্বাস প্রদান করা হয়। বিট পুলিশিং সমাবেশের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বলেন মাদক নির্মূল, বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং, সামাজিক শৃঙ্খলা, জমিজমা, পারিবারিক বিরোধ নিষ্পত্তি, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পাবনা জেলা পুলিশ। এ ছাড়া ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং আগামীতেও করে যাবে। সমাবেশে উপস্থিত ছিলেন চাটমোহর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব সজীব শাহরীন, অফিসার ইনচার্জ জনাব আমিনুল ইসলাম, চাটমোহর থানা, ০৭নং মূলগ্রাম ইউপি চেয়ারম্যান জনাব মোঃ রাশেদুল ইসলাম বকুল সহ বিট পুলিশিং অফিসার এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। আমি আশা করছি পুলিশ ও জনতার এধরণের সম্মিলিত সমাবেশের মাধ্যমে আমাদের ইউনিয়ন থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ সকল ধরনের ফৌজদারী অপরাধ দমন এবং প্রতিরোধ করা সম্ভব হবে। আলহামদুলিল্লাহ ভাল উদ্যোগ। এ ধরনের সময়োপযোগী মহতী উদ্যোগ নেয়ার জন্য পাবনা জেলা পুলিশ বিশেষত চাটমোহর থানা পুলিশের সংশ্লিষ্ট সকলকে অশেষ ধন্যবাদ।







সর্বশেষ সংবাদ