বিট পুলিশিং সেবা প্রদান।

২০ ফেব্রুয়ারী, ২০২১

সম্মানিত, ভাঙ্গুড়াবাসী আপনারা ইতোমধ্যেই অবগত হয়েছেন যে পুলিশি সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য সারা দেশের ন্যায় আপনার এলাকাতেও বিট পুলিশিং সেবা চলমান আছে। আপনার এলাকার মাদক, জুয়া, জঙ্গি, সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতন, ধর্ষন, চুরি ও ছিনতাইসহ যাবতীয় অপরাধের তথ্য তাৎক্ষনিকভাবে আপনার এলাকার সংশ্লিষ্ট বিট অফিসারের নিম্ন বর্ণিত নম্বরে জানান। প্রয়োজনীয় সাড়া বা আইনগত সেবা না পেলে সহকারী পুলিশ সুপার, চাটমোহর সার্কেলের-০১৩২০-১২৮৫৬৬ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হ’ল। ভাঙ্গুড়া থানার জন্যঃ ১। ভাঙ্গুড়া পৌরসভা - ১, ২ ও ৩ নং ওয়ার্ড- ০১৩২০-১২৮৭০৭ ২। ভাঙ্গুড়া পৌরসভা - ৪,৫ ও ৬ নং ওয়ার্ড- ০১৩২০-১২৮৭০৮ ৩। ভাঙ্গুড়া পৌরসভা -৭,৮ ও ৯ নং ওয়ার্ড- ০১৩২০-১২৮৭০৯ ৪। ভাঙ্গুড়া ইউনিয়ন-০১৩২০-১২৮৭১০ ৫। খান মরিচ ইউনিয়ন - ০১৩২০-১২৮৭১১ ৬। অষ্টমনিষা ইউনিয়ন - ০১৩২০-১২৮৭১২ ৭। দিলপাশার ইউনিয়ন - ০১৩২০-১২৮৭১৩ ৮। পার ভাঙ্গুড়া ইউনিয়ন - ০১৩২০-১২৮৭১৪ ৯।মন্ডতোষ ইউনিয়ন - ০১৩২০-১২৮৭১৫ ১০। নারী ও শিশু হেল্প ডেক্স অফিসার-০১৩২০-১২৮৬৯৬ উল্লিখিত নম্বরগুলোর মধ্যে আপনার জন্য প্রয়োজনীয় নম্বর সংগ্রহ করুন এবং মেসেজটি শেয়ার করে অন্যকে তার জন্য প্রয়োজনীয় নম্বরটি সংগ্রহে সহায়তা করুন। মুহম্মদ আনোয়ার হোসেন অফিসার ইনচার্জ ভাঙ্গুড়া থানা, পাবনা। 01320-128690







সর্বশেষ সংবাদ