সিরাজগঞ্জ ডিবি পুলিশ কর্তৃক মহাসড়কে ডাকাতি ঘটনার সাথে জড়িত ০৪জন ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লণ্ঠিত মোবাইলসহ নগদ টাকা উদ্ধার

ড. মোঃ ওবায়দুল্লাহ (৪৮), পিতা-মোঃ আব্দুল্লাহ, সাং-মহিশালবাড়ী, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীসহ ০৬জন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর সম্মেলনে অংশগ্রহণ শেষে মাইক্রোবাসযোগে রাজশাহী ফেরার পথে গত ০৯/০৩/২০২৫ খ্রিঃ রাত্রি অনুমান ২০.২৫ ঘটিকার সময় যমুনা সেতু পশ্চিম থানাধীন কোনাবাড়ী ধান গবেষনা ইন্সিট্রিটিউট এর অনুমান ১০০ গজ পশ্চিমে উত্তরবঙ্গগামী মহাসড়কের উপর পৌঁছিলে মাইক্রোবাসের পিছনে বিকট শব্দ হয়। মাইক্রোবাসের ড্রাইভার গাড়ীর চাকা পামছার হয়েছে মর্মে গাড়ীটিকে মহাসড়কের সাইডে রেখে গাড়ী থেকে নামলে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত ধারালো দেশীয় অস্ত্র রামদা, হাসুয়া, ডেগার ও লোহার রড নিয়ে গাড়ীর সামনে এসে মাইক্রোবাসের ভিতরে থাকা সকলকে প্রাণনাশের ভীতি প্রদর্শন করে এবং নগদ টাকাসহ মোবাইল ০৬টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এসংক্রান্তে যমুনা সেতু পশ্চিম থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়। চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনাটি দেশব্যাপি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় এই ডাকাতির সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত এবং গ্রেফতারের জন্য একটি চৌকস টিম গঠন করেন। জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস্), সিরাজগঞ্জ এর তত্বাবধানে জনাব মোঃ আদনান মুস্তাফিজ, সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল ও জনাব মোঃ একরামুল হোসাইন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক, বিপিএম, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জসহ একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সহিত জড়িত ডাকাতদের সনাক্ত করেন এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় নিদ্রাহীন, বিরামহীন ও নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ডাকাত ১। মোঃ তুষার হোসেন(৩০), পিতা-হামিদুল ইসলাম, সাং-মাহমুদপুর ৩নং গলি, থানা ও জেলা-সিরাজগঞ্জ, ২। মোঃ তুষার আহম্মেদ অন্তর খান(২৯), পিতা-আঃ লতিফ খান, সাং-রায়পুর উত্তরপাড়া, ১নং মিলগেইট, থানা ও জেলা-সিরাজগঞ্জ, ৩। মোঃ রাশেদুল ইসলাম ওরফে কেতু ওরফে কেচু(৩৫), পিতা-সোলেমান মন্ডল, সাং-কোনাবাড়ী, থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ, ৪। মোঃ আঃ রহিম মন্ডল (৩৬), পিতা-মোঃ মানিক মন্ডল, সাং-কোনাবাড়ী, থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জদের গ্রেফতার করতে সক্ষম হয়। ডাকাতদের ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধারঃ ১। ০১টি রামদা, ২। ০১টি হাসুয়া, ৩। ০১টি ডেগার ও ৪। ০১টি লোহার রড লুণ্ঠিত মালামাল উদ্ধারঃ ১। লুষ্ঠিত ০৩টি মোবাইল ও ২। ১৪ হাজার টাকা। গ্রেফতারকৃত ০৪ জন ডাকাতদের মধ্যে ০৩জন ডাকাত বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage