(১৭ ডিসেম্বর) বেলা ১২.০০ ঘটিকার সময় পুলিশ সুপারের কার্যালয়, সিরাজগঞ্জ সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয়। উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ তাদের কর্মময় ও মুক্তিযুদ্ধের কথা ব্যক্ত করেন। পুলিশ সুপার মহোদয় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলা পুলিশের পক্ষ হতে শুভেচ্ছা উপহার তুলে দেন। পরবর্তীতে বীর শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।