৩১ আগস্ট ২০২৪ খ্রিঃ শনিবার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় পুলিশ সুপার, সিরাজগঞ্জ এর দায়িত্বভার গ্রহণ করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ হান্নান মিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) জনাব মোঃ শামছুল আজম মহোদয়সহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ তাঁকে সাদরে অভ্যর্থনা জানান। পুলিশ সুপার মহোদয় তাঁর কক্ষে দায়িত্বভার গ্রহন শেষে পুলিশ সুপারের কার্যালয় সিরাজগঞ্জ এর সম্মেলন কক্ষে অত্র জেলার সদরকেন্দ্রিক বিভিন্ন পদমর্যাদার ইনচার্জগণের সাথে বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি উপস্থিত অফিসারদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। নবাগত পুলিশ সুপার মহোদয়কে জেলা পুলিশ সিরাজগঞ্জের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।