তানোর থানা পুলিশ কর্তৃক নিয়মিত মামলায় ০৪ জন এবং পরোয়ানাভুক্ত ০৪ জন আসামী গ্রেফতার।

মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিক নির্দেশনায়, তানোর থানা পুলিশ কর্তৃক, তানোর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া তানোর থানার মামলা নং-১৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, তারিখ- ১০/০৭/২০২৪ খ্রিঃ এর আসামী ১। শ্রী বিশ্বনাথ মুর্মু (৪৫), পিতা-মৃত সূর্য মুর্মু, ঠিকানা: সাং- হেডবিল্লী (আদিবাসীপাড়া) , থানা- তানোর, জেলা -রাজশাহী, ৮০(আশি) লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় চোলাইমদসহ গ্রেফতার, তানোর থানার মামলা নং-১৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, তারিখ- ১০/০৭/২০২৪ খ্রিঃ ২। শ্রীমতি বিমলী টুডু(৪২), স্বামী- শ্রী জিশাই সরেন , সাং- হেডবিল্লী (আদিবাসীপাড়া) , থানা- তানোর, জেলা –রাজশাহী ৭৫ (পঁচাত্তর) লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় চোলাইমদসহ গ্রেফতার, তানোর থানার মামলা নং-১৫, সড়ক পরিবহন আইন ২০১৮, তারিখ- ১১/০৭/২০২৪ খ্রিঃ ৩। মোঃ সাইফুল ইসলাম(৩০), পিতা-মৃত তাহের মন্ডল, সাং- আল্লারদর্গা (তাজপুর) , থানা- দৌলতপুর, জেলা -কুষ্টিয়া, ৪। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু  মোঃ জাহিদ(১৬), পিতা-মোঃ জানু মন্ডল, সাং- গাছের দিয়াড় (টলটলিপাড়া), থানা- দৌলতপুর, জেলা -কুষ্টিয়া, বাংলাদেশ গ্রেফতার জিআর পরোয়ানাভুক্ত আসামী ৫। মোসাঃ ফাতেমা খাতুন, স্বামী- মোঃ আবুল কাসেম, সাং- হরিদেবপুর, থানা- তানোর, জেলা -রাজশাহী, ৬। মোঃ রবিউল ইসলাম , পিতা-মৃত জানিপ শাহ্, সাং- পাচন্দর (উত্তরপাড়া), থানা- তানোর, জেলা -রাজশাহী, ৭। মোঃ ময়েজ উদ্দিন (৪১), পিতা- মোঃ শামসুদ্দিন, সাং- পাঁচন্দর, থানা- তানোর, জেলা -রাজশাহী, এবং সিআর পরোয়ানাভুক্ত আসামী ৮। মোঃ গোলাম কিবরিয়া শেখ (বাবু) (৪২), পিতা- মনির উদ্দিন শেখ, সাং- রাতৈল, থানা- তানোর, জেলা - রাজশাহীগনসহ সর্বমোট= ০৮ (আট) জন আসামীগণকে গ্রেফতার পূর্বক ইং ১১/০৭/২০২৪ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইল।







সর্বশেষ সংবাদ
DIG Homepage